আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাবল অপারেটরদের স্থানীয় টিভি চ্যানেল তৈরী করার জন্য সফটওয়্যার ফ্রি ডাউনলোড

আমাদের দেশে দু‘ধরণের ক্যাবলটিভি রয়েছে একটি স্যাটেলাইট এবং অন্যটি স্থানীয় ক্যাবলটিভি। স্যাটেলাইট ক্যাবলটিভি সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছুই নেই। তবে স্থানীয় ক্যাবলটিভির ধারণাটি খুব বেশী নতুন এবং প্রচলিত নয়। মুলত: ক্যাবলটিভির সার্ভিসের প্রথমদিকে স্থানীয় ডিশ অপারেটররা ডিভিডি প্লেয়ারের মাধ্যমে কিছু অনুষ্ঠান স্থানীয়ভাবে প্লে করত। এবং এতে স্বল্প পরিসরে কিছু স্থানীয় বিজ্ঞাপণ ছিলো। কিন্তু সময়ের সাথে প্রযুক্তির উন্নতির সাথে সাথে প্রতিটি ডিশ কন্ট্রোল রুমের জন্য স্থানীয় ক্যাবলটিভি হয়ে ওঠে একটি অপরিহার্য চ্যানেল। বর্তমানে এটি স্থানীয় বিনোদন (ভিডিও অন ডিমান্ড) এবং স্থানীয় অর্থনীতির একটি অন্যতম নিয়ামক। স্থানীয় ক্যাবলটিভির সম্পূর্ণ সেটাপের ক্ষেত্রে এর খরচ ব্যাপকভাবে কমে আসায় ২০০৪/০৫ এর পর থেকে এর প্রসারও হতে থাকে দ্রুত গতিতে।
                                                    তাই আপনাদের স্থানীয় ক্যাবলটিভি জন্য এই সফটওয়ার বিশেসভাবে সাহায্য করবে।
ডাউনলোড লিংক:  http://icableplayer.com/download-soft/

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.