আমাদের কথা খুঁজে নিন

   

সাবমেরিন ক্যাবল বিটিটিবি'র চোরেরাই কাটে।

কেএসআমীন ব্লগ

সাবমেরিন ক্যাবল বিটিটিবি'র চোরেরাই কাটে। জ্বি। যদি সরকার এখনে তদন্ত করে কিছু না পায়, কাউকে সন্দেহও না করে তবে আমি অনুরোধ করবো - ধরে নিন বিটিটিবি'র একটি অতি শক্তিশালী কুচক্রী মহল এর সাথে সরাসরি জড়িত। এখন এটাকে ধরে তদন্ত শুরু করুন। থলের বেড়াল বেরিয়ে যাবে।

বিটিটিবি আরেকটি ক্যাবল স্ট্যান্ডবাই বসাতে চায়। এতে কি সমস্যার সমাধান হবে? গতকাল ক্যাবলটি তিন জায়গায় কাটা হয়েছে বলে পত্রিকায় খবরে পড়েছি (প্রথমআলো)। এটা কীভাবে হলো। ডাবল ক্যাবল লাইন করেই এর সমাধান হবে না ভাইসাহেবরা। ঐটাও কাটা যাবে।

মাঝখানে বিটিটিবির লোকজন আরও কয়েক'শ কোটি টাকা হাতিযে নিতে পারবে। যদি ক্যাবল কাটার সাথে বিটিটিবি জড়িত না হয়, অন্য কেউ হলে তাও বেরিয়ে যাবে তদন্তে। গত দেড় বছরের এ নিয়ে ২৮ বার ক্যাবল কাটা হলো। ১২,০০০ কোটি টাকা নাকি লোকসান হয়ে গেল যা কিনা আমাদের জাতীয় বাজেটের প্রায় ২০%। যদি সত্যিই তা হয়ে থাকে তবে এ নিয়ে সংশ্লিষ্ট মহল (যদি থাকে) এত নীরব কেন? নাকি তারাই জড়িত।

এখন এ নিয়ে (দেরীতে হলেও) সরকারের সর্বোচ্চ মহলকে ভাবতে হবে, সংশ্লিষ্ট মহলকে নয়... ফখরুদ্দীন সাহেবের নেতৃত্বে প্রয়োজনে তদন্ত কমিটি হোক... দয়া করে দেশটাকে বাঁচান... (সংযোজন) বিটিটিবি'কে বাদ দিয়ে কোন যোগ্য প্রাইভেট কোম্পনীকে ফাইবার অপটিক ক্যাবলের দায়িত্ব দিন দেখবেন সব ঠিক হয়ে গেছে। এই ক্যাবল কাটার ফলে যেসকল প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। যেমন, আইএসপি এসোসিয়েশন, বেসিস, বিসিএস ইত্যাদি। বিটিটিবি যদি তদন্ত কমিটি করে তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাড়াতে পারে একবার ভেবে দেখুন। আমাদের দেশে এরকমই হয়।

রেলওয়ের ফাইবার অপটিক কাটে না কেন? পাওয়ার গ্রীড, বাংলা ফাইবার - এসব কোম্পানীও নাকি ফাইবার অপটিক স্থাপন করেছে। তাদের স্বার্থ এখানে কী সেটাও দেখতে হবে। তাদের ক্যাবল ব্যবহার না করে বিটিটিবি কেন আরেকটি নতুন ক্যাবল স্থাপন করতে চায়, তাও দেখা উচিত। অনেক আশা ছিল এ সরকারের উপর কিন্তু দেখা যাচ্ছে সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে... কোন কিছুই মাথায় ঢুকছে না...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.