আমাদের কথা খুঁজে নিন

   

সাবমেরিন ক্যাবল এবং ব্যান্ডওয়াইডথ ...

www.cameraman-blog.com/

কয়েকদিন আগে সরকার ব্যান্ডওয়াইডথের দাম কমিয়েছে। ২৭০০০ টাকা থেকে ১৮০০০ টাকা প্রতি এমবি। এটা নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম কয়েকদিন আগে। ব্লগাররা এক্ষেত্রে তাদের অসহয়াত্বের কথাই বলেছেন তাদের কমেন্টে। গতকাল বিটিসিএল এ কমর্রত এক বন্ধুর সাথে কথা হলো।

সে জানালো সরকার এর দাম আরো কমাতে আগ্রহী। তবে মুশকিল হলো অনেক চেষ্টা চরিত্র করেও নাকি ইন্টারনেটের ব্যবহার সেরকম ভাবে বাড়ান যাচ্ছে না। সাবমেরিন ক্যাবল দিয়ে যে ব্যান্ডওয়াইডথ কিনছে সরকার তার সিংহভাগ নাকি ব্যবহারের লোক পাওয়া যাচ্ছে না। আরেকটু ব্যাখ্যা করতে বললে সে বললো আগে ব্যান্ডওয়াইডথ ছিল ১০ জিবি/সে আর এখন ২০জিবি/সে। অথচ এর মাত্র শতকরা ১৫ - ২০ ভাগ ব্যবহার করা হচ্ছে, বাকিটা ..... দফায় দফায় মিটিং করেও নাকি কর্তাব্যক্তিরা এই বিপুল পরিমান ব্যান্ডওয়াইডথের ব্যবহার নিশ্চিত করতে পারছে না।

তাহলে করণীয় কি ? আমরাই বের করি কি করা যায় ... ১. হোম ইউজারদের কমপক্ষে ১২৮ কেবিপিএস ব্যান্ডওয়াইডথ নিশ্চিত করা (সরকারী / বেসরকারী সব আইএসপি) এবং এর জন্য মাসে সর্বোচ্চ ৩০০ টাকা চার্জ নিধাঁরণ। ২. ব্যান্ডওয়াইডথের সাথে অনলাইন ব্যাংকিং / মোবাইল ব্যাংকিং / পে-পল এর মতো সার্ভিস নিশ্চিত করা। এতে ঘরে বসেই অনেকে আউটসোর্সিং করে বৈদেশিক মূদ্রা আয় করতে পারবে। ২টা হলো। এবার আপনারা বলেন ...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.