আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশিদের ভিসাপ্রক্রিয়া সহজ করবে ভারত

সৈয়দ মুতনু

বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসাপ্রক্রিয়ার নিয়ম শিথিল করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। দিল্লিতে সদ্যসমাপ্ত শীর্ষ বৈঠকের সময় বাংলাদেশের পক্ষ থেকে ভিসার বিষয়টি আলোচনায় তোলা হলে তিনি এ নির্দেশ দেন। পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস রোববার ব্যবসায়ীদের এক সভায় এ তথ্য জানান। পররাষ্ট্রসচিব ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই) আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় বক্তৃতা করেন। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে কাজ করছে, সেটা তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন।

পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের সঙ্গে অসম বাণিজ্যবৈষম্য কমাতে ভারতের শুল্কমুক্ত সুবিধা দেওয়া, অশুল্ক বাধা দূর করা ছাড়াও ভারত যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের ভিসাপ্রক্রিয়া সহজতর করার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সে বিষয়েও কথা বলেন। অনুষ্ঠানটিতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির প্রধান অতিথি হিসেবে যাওয়ার কথা ছিল। অসুস্থতার কারণে তিনি না যাওয়ায় পররাষ্ট্রসচিব তাঁর পরিবর্তে অনুষ্ঠানে বক্তব্য দেন। বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের ব্যবসায়ীদের ভারত ভ্রমণের ক্ষেত্রে ভিসাপ্রক্রিয়া সহজতর করা হবে কি না-প্রশ্ন করা হলে পররাষ্ট্রসচিব বলেন, দিল্লিতে ১১ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকে বাংলাদেশের নাগরিকদের ভিসাপ্রক্রিয়া সহজতর করার ব্যাপারে অনুরোধ জানানো হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বিষয়টি সুরাহার ওপর জোর দেন।

তিনি এ সময় বাংলাদেশকে আশ্বস্ত করে বলেছেন, বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের নাগরিকদের ভারতের ভিসা দেওয়া দ্রুততর করা হবে। এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মিজারুল কায়েস বলেন, ‘এ বিষয়ে আমি ঢাকায় ভারতের হাইকমিশনার রজিত মিত্তারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি দ্রুত সমাধান করতে তাঁর সঙ্গে আলোচনা করব। ’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এফআইসিসিআইয়ের সভাপতি হামিম রহমত উল্লাহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সহ-সভাপতি স্টিভ উইলসন।

-নোয়াখালী ওয়েব ডেস্ক, ১৮ জানুয়ারি ২০১০।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.