আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় -পাকিস্তানি-বাংলাদেশিদের সম্পর্ক

এক লিটার ''মুভি, আড্ডা, 'আউট' বই, ফেসবুক, The Big Bang Theory'', এক মুঠো ''যা খুশি'' এবং তিন আঙ্গুলের এক চিমটি 'পড়াশুনা' দিয়া জোরে একটা গুটা Red Rooster আমার সাথে যারা কাজ করে তাদের বেশীর ভাগই লোকাল অথবা পার্মানেন্ট রেসিডেন্ট, স্কুলের পোলাপান। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসি আমরা কয়েকজন, তিনটা ইন্ডিয়ান, একটা পাকিস্তানি আর আমি বাঙ্গাল। ব্লগ বা অন্যান্য মিডিয়ার খবর পড়লে মনে হয় ( অন্তত আমার মনে হত ) , ভারত- পাকিস্তানের লোকদের মধ্যে বুঝি দা-কুমড়া সম্পর্ক। অথচ এখানে আমরা সবাই ভালো ফ্রেন্ড, বরং ইন্ডিয়ান গুলার সাথে আমার চেয়ে আলি'র ( ফ্রম করাচী ) সম্পর্ক বেশী ভালো। এর একটা কারন হয়ত ভাষা, অন্য কারন আমি introvert. ক্রিকেট কে বলা হয় দুই দেশের মধ্যে সম্প্রীতির মাধ্যম, কিন্তু আমার কাছে বরং উলটা মনে হয়, আমাদের আলোচনায় ক্রিকেট সবসময় উহ্য থাকে।

কারন তাদের কাছে শেওয়াগ বিরাট হিরু, কিন্তু আমি শেওয়াগরে একটুও পছন্দ করি না (যদিও তার খেলার মান নিয়ে আমার কোন সন্দেহ নাই ) আবার আলি'র কাছে হয়ত আফ্রিদি / শোয়েব অনেক ফেবারিট, কিন্তু সনু ও সিং'র ( যুগল, বিয়ে করতে যাচ্ছে শিগগির ,ফ্রম পাঞ্জাব ) কাছে উলটা । আমি জানি না কেন, কিন্তু কোন এক আজিব কারনে এরা সবাই ' আমারে ভালা পায়'। না চাইতেই আগ বাড়িয়ে সাহায্য করে। বিশেষ করে রমজানে, আমার কাজ শুরু হত ইফতারের আগে আগে, শেষ করতাম ১০-৩০এ । আমার ইফতার নিয়া তাদের টেনশনই মনে হত বেশী।

আমার বাক্তিগত ধারনাঃ ভারতীয় উপমহাদেশের দেশ গুলার মধ্যে ক্যাচাল লাগাইছে আসলে নেতারা, সেই জিন্নাহ/ নেহেরু থেকে শুরু করে আজকের দিনের নেতারাও সেই ছিলছিলা ধরে রাখছে। তবে অধ্যাপক আব্দুর রাজ্জাকের এই কথাটাও সত্যঃ ভারত ভাগ হয়েছিল মুলত অর্থনৈতিক কারনে, বাংলাদেশের স্বাধীনতার পেছনেও মূল অনুঘটক সবই অর্থনৈতিক। আরেকটা বিষয়ঃ ভারতের বিশকাপ জয়ের পর ফেসবুকে কিছু ছবি দেখেছিলাম , আমার Univ'র কিছু ইন্ডিয়ান ফ্রেন্ডদের ট্যাগ করা অইসব ছবিতে, পাকিস্তানি ও অন্য দেশের খেলোয়াড়দের কিছু এডিট করা ছবি, ফ্যান দের কাছে হয়ত ফানি লাগবে অইসব ছবি, কিন্তু যে দেশের খেলোয়াড়দের ছবি বিকৃত করা হয়েছে, তাদের জন্য চরম অপমানজন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.