আমাদের কথা খুঁজে নিন

   

জীবন চাকা

ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে

শেফালী, তিনমাস হলো জীবিকার তাগিদে এসেছে ঢাকা টের পেলনা কিভাবে যেন বদলে গেল জীবনের চাকা । ভোরে সবার আগে উঠা আবার রাতে সবার শেষে ঘুম ক্লান্ত শ্রান্ত যখন কাজ করতে করতে তখন তাদের টিভি দেখার ধুম । শেফালীর মনে মনে টিভি দেখার খুব ইচ্ছে জাগে চুপি চুপি বুক কাঁপে যন্ত্রনা আর রাগে । হাসি খেলা ঘুরা ঘুরিতেই কেটে যেত সারা বেলা নয়ন জলে এখন শুধু ভরে যায় একলা একলা । ডাইনিং টেবিলের পাশে নিশিরাতে ঘুম আসেনা তার ফ্যান এর দিকে তাকিয়ে তাকিয়ে মন ভরেনা আর । ঢাকায় আসার আগে শেফালী ভাবতো, আহ কি চমৎকার হবে ঢাকা এসে যেন বন্দিখানায় থেকে থেকে থেমে যাচ্ছে তার জীবনের সব চাকা । দিন কাটেনা রাত কাটেনা সারা বেলা শুধু অপেক্ষা ঈদ আসলেই গ্রামে গিয়ে আসবেনা আর ঢাকা । :#

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.