আমাদের কথা খুঁজে নিন

   

ছাগলের সাথে ডগ ফাইট খেলা কবে শেষ হবে? দর্শকরা দেখতে দেখতে বিরক্ত

oracle.samu@googlemail.com

সপ্তাহ তিনেক ধইরা বড়ই কেচালের মইধ্যে পরছি। আমার মত অনেকেই ছাগু বনাম ডগিদের T20, ODI And Test ধারার পোস্ট দেখতে দেখতে বিরক্ত। মাসাধীক কাল পূর্বে বিশ্ববিদ্যালয় সমূহে আচানক এই কিছিমের খেইল শুরু হইলেও Result ড্র হওনের গতিকে উভয় পার্টি সামুতে সওয়ার হইছে। আমরা বাংগালী বড়ই আজব চিজ, রাজনীতিতে যে কী মধু আল্লায় মিশাইছে তা বাংগালী ছাড়া কেউ টের পায় নাই। রাজনীতির গু সকল স্থানে না লাগাইলে আমাদের নিস্তার নাই।

অফিস, পাড়া মহল্লা থেকে শুরু করে বেড রুম পর্যন্ত। তাহলে ব্লগই বা বাদ যাবে কেন? মূক্ত চিন্তার স্থল ব্লগ এখন রাজনীতি ধারন করতে ব্যাস্ত। আর কতিপয় অতি-উতসাহী ব্লগাররাও যার যার মত কইরা দুই পাট্টিতে join দিছে। এক দল ছাগু তাড়ায় ত অন্য দল ডগি খেদায়। এগ দৌড়-ঝাপের মাইদ্ধে পইড়া সাধারন ব্লগাররা পেরেশান।

এমনিতেই পল্টন-বাইতুলমোকার্রমে এগ হাউ-কাউের জালায় টিকা যাইত না, দেশ ছাইরা বিদেশ আইসাও এগ উতপাতে অস্থির। এখন আবার একই মুসিবত ব্লগে আইসাও উপস্থিত, উনাগ কীবোর্ড-মাউসের বাইরা-বারির চোটে সাবাই আমরা অস্থির। এহন মুক্তি চাই ......... হয় বীর সেনানীরা ক্ষান্ত হন নয় আমরা সাধারনরা ক্ষান্ত হই। এক জন হাতি-ঘোড়া সমেত ছাগল জবাই করছেন (যদিও এই জীবনে ১ টা মুরগী জবাই করেছে কী না সন্ধেহ আছে) ত অন্য জন অবস্থা বেগতিক দেখলেই ধর্মের মহফিল বসাচ্ছেন(ঠিক মত নামাজ পরে কী না সন্ধেহ আছে)। অথচ উনাগ ফাল দেইখা আমি টাশকি , বাংলাদেশে আর কোন problem নাই ......তাই সবাই জান-প্রাণ দিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া খেলায় মাতছে।

ইহাদের এরূপ অর্বাচিন শিশু-তোশ খেলা সামুয়িক আনন্দ প্রদান করিলেও ক্রমান্বয়ে সহনিয় মাত্রা অতিক্রমের দ্বারপ্রান্তে পৌছাইয়াছে। আমরা সকলেই ছোট-বড়-মাঝারি সব যুদ্ধাপরাধীদের বিচার চাই। এ নিয়ে আলোচনা সমালোচনা হোক কোন সমস্যা নাই কিন্তু সব কিছুরই একটা সীমা থাকা উচিত। অতি মাত্রায় প্রতিক্রিয়াশীল আচরন কখনই ভাল ফল দেয় না, ভাত টিপে দেখা ভাল কিন্ত সকলেই টিপতে শুরু করলে তা খাবার অযোগ্য হয়ে যাবে। আমরা কী অতি আলোচনা-প্রচারনার মাধ্যমে গুরুত্ব পূর্ন একটা ইশুকে হাসি-তামাসায় পরিনত করে ফেলছি না ? ** আগে এধরনের পোস্ট যত গুরুত্ব নিয়ে পড়তাম এখন ঠিক ততটাই অগুরুত্বপূর্ন ও অরুচিকর গালা-গালিপূর্ন পোস্ট ভেবে এড়িয়ে যাচ্ছি।

অতি উতসাহীদের আতলামি ও লাগাম-ছাড়া কথার তোড় ভাল যাত্রায় খারাপ ফল বয়ে আনতে বাধ্য। আশা করি সংশ্লিষ্ট সবাই বিষয়টি ভেবে দেখবেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.