আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রদের বাবাদের দল ছাত্রদল!

বাংলাদেশ আমার দেশ
সংসদ নির্বাচন করার পর কেউ ছাত্রদল সভাপতি হয়েছেন এমন নজির আর নেই। আর আলীম নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত। সুলতান সালাহউদ্দিন টুকু '৮৬ সালে এসএসসি পাস করে '৮৯-৯০ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। প্রায় এক যুগ আগে তার ছাত্রত্ব শেষ হয়েছে। তার ভাই আবদুস সালাম পিন্টু ও মাওলানা তাজউদ্দিন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি।

আমিরুল ইসলাম খান আলীম '৮৬ সালে এসএসসি পাস করেন। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির ব্যাপক অভিযোগ রয়েছে। ২০০৪ সালে তার জুনিয়র ছাত্রনেতা সালামের প্রেমিকার সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে ঢাবির ১২টি হলের ১৯ জন সভাপতি ও সাধারণ সম্পাদক আলীমের বিরুদ্ধে অনাস্থা আনেন। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহিত দেওয়া হয়। এ ধরনের নানা অভিযোগের কারণে ক্যাম্পাসে অনেকে তাকে সেঞ্চুরি মানিকের সঙ্গে তুলনা করেন।

তিনি বিবাহিত নাকি অবিবাহিত কেউই তা নিশ্চিত করে বলতে পারেন না। ওয়ান ইলেভেনের পর নিষ্ক্রিয় ছিলেন। দলের সংকট মুহূর্তে নিজেকে আড়াল করে ফেলেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে নেতাকর্মীদের ম্যানেজ করার ব্যাপারে পটু আলীম। সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল দুই সন্তানের জনক।

কমিটি ঘোষণার অনেক আগে থেকেই ছাত্ররাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। এর আগেও দু'বার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন তিনি। Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.