আমাদের কথা খুঁজে নিন

   

যে কথাগুলো ভারতকে সরকারপ্রধান এর বলার ছিল সে কথাগুলো অকপটে বলায় সাবাস আপনায় ওবায়দুল কাদের।



ভারত আমাদের কাছ থেকে সবই নিয়েছে । দেয় নাই কিছু । সরকার প্রধানরা ভারত তোষনে ব্যস্ত । কিন্তু একজন ওবায়দুল কাদের ভারতকে সে কথাগুলো বলেছেন যা বাংগালীর মনের কথা। নয়া দিল্লির দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ভারতের ডেপুটি হাইকমিশনারের সামনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “ভারতকে মনে রাখতে হবে, আমাদেরকেও আমাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। বন্ধুত্ব ওয়ান সাইডেড (একপাক্ষিক) হয় না। ” বুধবার রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী এ সময় উপস্থিত ছিল। ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ভারতের প্রতি বন্ধুত্বের উদার হস্ত প্রসারিত করেছেন।

তাদের কাছ থেকেও আমরা সৎ প্রতিবেশীমূলক আচরণ আশা করব। ” তিস্তা ও সীমান্ত চুক্তি না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “হিন্দীভাষী অঞ্চল থেকে এই বাধা এলে একটা কথা ছিল। আমরা এভাবে ব্যথা পেতাম না। কিন্তু আমাদের নায্য হিস্যা আদায়ের এই বাধা এসেছে বাংলাভাষী অঞ্চল থেকে। ” তিনি বলেন, “এপার বাংলা-ওপার বাংলা বলে যখন আমরা শান্তি পাই, সাবেক পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা বলে যখন আমরা অনুপ্রেরণা লাভ করি।

তখন পশ্চিম বাংলার এই আচরণ প্রত্যাশিত নয়। ” মন্ত্রী বলেন, “বাংলাদেশের হিন্দুদের আমরা সংখ্যালঘু হিসেবে দেখি না। তাদের সব দাবি পূরণের চেষ্টা করি। কিন্তু ভারতের মুসলমানদের সেভাবে দেখা হয় না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.