আমাদের কথা খুঁজে নিন

   

কথাগুলো যেন সম্পূর্ণ জীবন্ত!!

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed . কোন এক মেয়ে - নচিকেতা তুমি দেখেছো কি অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোন এক মেয়ে? অফিসের ব্যাস্ততা সারা হলে ক্লান্তি জরানো পায়ে পথ চলে, একঘেয়ে জীবনকে কিনে চলে দাম দিয়ে। ঘরে ফিরে দায়ভার; ফের ঘুম, ফের জাগা ব্যাস্ততা জীবনকে কেড়ে নায় কখন যে। কোন এক মেয়ে। তুমি দেখেছো কি অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া এমন এক মেয়ে? এরপর, এখনো রয়েছো তুমি মগ্ন। তোমার সুভারচিত দুঃখ বিলাসে এখনও চলেছো বিরহের গান গেয়ে।

কোন এক মেয়ে। দুশ্চিন্তার বলিরেখা ঘামে ভেজা কপালেতে আঁকা কখনো ফিরতে বাড়ি যদি রাত হয়ে যায় প্রতিবেশি নাগরিক ভ্রুকুটি শানায়। জীবন সেজেছে আজ রূপসজ্জার সাজে, চিতাতেই পূর্ণ আরোগ্য। অফিসের অফিসার বক্র চাহনি তার , খেটে খাওয়া মেয়েরা তো ভোগ্য। আঁধার ভবিষ্যৎ, জীবনের একই গত, তবুও সে পথ চলে পিছু না পেয়ে।

কোন এক মেয়ে। এরপর, এখনো বলবে তুমি ভীষণ একা? নীল সোফাসেটে বসে টেলিফোন মুখে কথোপকথনে রত সে একঘেয়ে কোন এক মেয়ে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.