আমাদের কথা খুঁজে নিন

   

বাগদাদে বোমা হামলায় নিহত ৭১

ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন স্থানে লাগাতার বোমা হামলায় আজ বুধবার কমপক্ষে ৭১ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে। দেশটির পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা বলেছেন, গত পাঁচ বছরে যেসব সাম্প্রদায়িক সংঘাত হয়েছে, এটি তার মধ্যে সবচেয়ে ভয়াবহ।
রয়টার্স বলেছে, কারা হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। তবে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামি সংগঠনগুলো গত কয়েক বছরে শিয়া মুসলমানদের ওপর প্রাণঘাতী হামলার পরিমাণ বহুগুণ বাড়িয়েছে।
শিয়া, সুন্নি ও কুর্দি মুসলমানদের নিয়ে গঠিত ইরাকের নাজুক সরকার সাম্প্রতিক সাম্প্রদায়িক সংঘাতের কারণে বেশ চাপের মুখ আছে।

এর মধ্যে গত এক মাসে সিরিয়ার গৃহযুদ্ধ এড়াতে হাজার হাজার মানুষ ইরাকে শরণার্থী হিসেবে প্রবেশ করে দেশটির পরিস্থিতিকে আরও খারাপ করে দিয়েছে।
রয়টার্স বলেছে, আজ বাগদাদের উত্তরাঞ্চলে শিয়াদের এলাকা বলে পরিচিত সদর সিটিতে দুটি গাড়িবোমা হামলায় অন্তত সাত ব্যক্তি নিহত হয়েছেন। একজন রেস্তোরাঁমালিক জানান, তিনি এক বোমা হামলাকারীকে দেখেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই রেস্তোরাঁমালিক রয়টার্সকে বলেন, ‘এক ব্যক্তি রেস্তোরাঁর সামনে তার গাড়িটি পার্ক করল। এরপর নাশতা সেরে চা-ও খেল।

এর কিছুক্ষণ পর আমি যখন রান্নাঘরে, তখন বাইরে বিকট আওয়াজ শুনলাম। ...বাইরে বেরিয়ে দেখি ওই গাড়িটি পুরোপুরি উড়ে গেছে, আর লোকটি পালিয়েছে। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.