আমাদের কথা খুঁজে নিন

   

বাগদাদে বোমায় নিহত ২৪

ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন জায়গায় আজ বুধবার সাতটি বোমা বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শিয়া নেতৃত্বাধীন সরকার এই বোমা হামলার জন্য আল-কায়েদার সমর্থনপুষ্ট সুন্নি বিদ্রোহীদের দায়ী করেছে। এসব বিদ্রোহীর আক্রমণের মূল লক্ষ্যবস্তু হলো সাধারণ শিয়া জনগণ।

খবরে বলা হয়, বাগদাদের একটি জনাকীর্ণ বাজারে আজ প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। তবে সবচেয়ে বড় প্রাণঘাতী বোমার বিস্ফোরণটি ঘটে শিয়া অধ্যুষিত সদরিয়া অঞ্চলে।

এই বিস্ফোরণে চারজন নিহত ও ১৪ জন আহত হয়। বাণিজ্যিক শহর কারাদায় মিনিবাসে আরেকটি বোমা হামলায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়।

ইরাকে এ বছরের শুরু থেকে এ ধরনের বোমা হামলায় প্রতি মাসে গড়ে শতাধিক ইরাকির মৃত্যু ঘটছে। যা ইরাকিদের ২০০৬-০৭ সালের ভয়ংকর রক্তপাতের কথা মনে করিয়ে দেয়। ওই বছর ইরাকে ১০ হাজারের বেশি মানুষ মারা যায়।

জাতিসংঘের বরাত দিয়ে রয়টার্স জানায়, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এ ধরনের সংঘাতের পরিমাণ বেড়ে গেছে। গত অক্টোবর মাসে বিভিন্ন সংঘাতে ইরাকে এক হাজারেরও বেশি মানুষ মারা যায়।

আজ আরেক ঘটনায় প্রেসিডেন্ট জালাল তালাবানির এক দেহরক্ষীকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। রয়টার্স জানায়, বন্দুকধারীরা ওই দেহরক্ষীর বাসার দরজা ভেঙে প্রবেশ করে গুলি চালায়। জালাল তালাবানি গত কয়েক মাস ধরে চিকিত্সার জন্য জার্মানিতে অবস্থান করছেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.