আমাদের কথা খুঁজে নিন

   

বাগদাদে বোমা হামলায় নিহত ৩৭

খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম উৎসব বড়দিনে ইরাকের রাজধানী বাগদাদে বোমা হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। দোরা জেলার ওই বোমা হামলায় কমপক্ষে অর্ধশত আহত হয়েছে।

বুধবার ওই বোমা হামলায় হতাহতদের মধ্যে অধিকাংশই খ্রিস্টান সম্প্রদায়ের বলে জানা যায়। বিশ্বের অন্যান্য দেশের মতো ইরাকজুড়েও উদযাপিত হয়েছে ক্রিসমাস দিবস। তবে হামলা চালানোর দায় কেউ স্বীকার করেনি। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকে গির্জায় লক্ষ্য করে ইরাকে হামলা বেড়ে যায়।

২০১০ সাল বাগদাদে ক্যাথলিক ক্যাথেড্রালে বন্দুকধারীদের  গুলিতে অর্ধশতাধিক জন নিহত হন। চলতি বছরকে ২০০৮ সালের পর ইরাকে সবচেয়ে সাম্প্রদায়িক সহিংসতাপূর্ণ বলে মনে করা হচ্ছে। চলতি বছরজুড়ে বিভিন্ন হামলায় ৬ হাজার জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.