আমাদের কথা খুঁজে নিন

   

বাগদাদে শিয়া মসজিদের কাছে বিস্ফোরণ, নিহত ৩৫

শিয়া অধ্যুষিত জেলা কাসরায় বুধবার সন্ধ্যার নামাজের পর মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে। এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে সুন্নি জঙ্গিরাই এই ঘটনা ঘটিয়েছে। এদিকে একই দিনে উত্তরের শহর মসুলে পুলিশের একটি গাড়িবহরে বোমা হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং তিন জন আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে সম্প্রদায়গত সংঘাত চরম আকার ধারণ করেছে।

২০০৮ সালের পর ইরাক কখনো এতো সংঘাতময় ছিলো না। জাতিসংঘ জানিয়েছে, এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইরাকে বিভিন্ন হামলায় ৫ হাজারের বেশি মানুষ মারা গেছে, আহত হয়েছে ১২ হাজার। এ থেকেই বোঝা যায় ইরাকে সম্প্রদায়গত দ্বন্দ্ব ও সংঘাত আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে। সিরিয়ায় চলমান গৃহযুদ্ধও ইরাকে সাম্প্রদায়িক সংঘাত বাড়াতে ভূমিকা রাখছে। শিয়া নেতৃত্বাধীন সরকারের ‘শহীদদের হয়ে প্রতিশোধ’ প্রচারণার অংশ হিসেবে গত কয়েক সপ্তাহে ইরাকের নিরাপত্তা বাহিনী বাগদাদ ও এর আশেপাশের এলাকা থেকে শত শত সন্দেহভাজন আল-কায়েদা সদস্যদের আটক করেছে।

কিন্তু সুন্নি অধ্যুষিত এলাকাতেই বেশির ভাগ সময় ওই অভিযান চালানো হয়। আর এ কারণে ইরাকের সুন্নি সম্প্রদায় ক্ষুব্ধ হয়েছে। ফলে সরকার সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.