আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম যুদ্ধ সুখ-৪

বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!

কিশোরী জানে না আমি এক অন্ধ অবোধ বালক আমার হাতে পতাকা ধরিয়ে একটি লোক মিছিলে টানে যুদ্ধে টানে! আমার প্রেমিকা যুদ্ধ বোঝে না,প্রেম চায় শুধু বিপ্লবে নয়,কাব্যে জানে সে শিল্পীর মন দ্রবীভূত হয়! আমি তবু থাকি বড়ো নিশ্চুপ বুকে বিপ্লব পতাকা নিয়ে,উজ্জ্বল রঙ প্লাকার্ড নিয়ে মিছিলে দাঁড়াই! আগুনের লাল মশাল জ্বেলে আধাঁরে দাঁড়াই তখন বারুদে ঘন অবরোধে নিঃশ্বাস দায় আমার প্রেমিকা যন্ত্রনা দেয় আরো! আমার প্রেমিকা মন্ত্রণা দেয় ঘরে ফিরে এসে লোকালয়ে যত মানুষের মাঝে গৃহী হতে বলে সুগন্ধীময় অক্সিজেনে! দুদিকে ছড়ানো আগুনের টানে আমি প্রতিদিন জ্বলে পুড়ে ছাই,দ্রুত ওড়ে যাই বাতাসের টানে অন্য ভূমিতে! তবুও আবার বুকে শত দাগ,লক্ষ নখের আঁচড় মুছে নরোম রুমালে,আবার দাঁড়াই মাথা উঁচু করে ফাকা ময়দানে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.