আমাদের কথা খুঁজে নিন

   

বহনযোগ্য অপারেটিং সিস্টেম স্ল্যাক্স

মন খুলে কথা বলুন....

লাইভ সিডির সুবিধা হচ্ছে ইনষ্টল করা কোন অপারেটিং ছাড়ায় সিডি/ডিভিডি/ফ্লাশ ডিক্স থেকে সরাসরি কম্পিউটার বুট করা। আপনি চাইলে সিডি বা ফ্লাশ ডিক্সের উপযোগী এমন একটি ফ্রি অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন। এজন্য http://www.slax.org থেকে আপনি সিডির উপয়োগী (.iso) বা ফ্লাশ ডিক্সের উপযোগী (.tar) ফাইল ডাউনলোড করে নিন। এছাড়া http://iso.linuxquestions.org/slax থেকেও ডাউনলোড করতে পারবেন। এবার সিডির উপযোগী ফাইলটি ডউনলোড করলে ফাইলটি আনজিপ করে .iso ফাইলটি সিডিতে রাইট করুন।

আর ফ্লাশ ডিক্সের (.tar) উপযোগী ফাইলটি ডাউনলোড করলে ফাইলটি আনজিপ করুন। এবাট boot ফোল্ডারে ঢুকে bootinst.bat ফাইলটি চালু করুন। এরপরে নির্দেশনা হিসাবে কাজ করুন। ব্যাস এবার সিডি বা ফ্লাশ ডিস্ক থেকে কম্পিউটার বুট করতে পারবেন। তাছাড়া এটা দিয়ে বিভিন্ন বুটেবল কাজ করা যায়।

সূত্রঃ সমকাল দর্পণ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.