আমাদের কথা খুঁজে নিন

   

মৌমাছির অবতরণ কৌশল



অতি দ্রুত পা নাড়িয়ে ও দূরত্ব অতিক্রম করে মৌমাছি সঠিকভাবে অবতরণ করতে পারে বলেই জানিয়েছেন অস্ট্রেলিয়া ও সুইডেনের একদল বিজ্ঞানী। খবর বিবিসি অনলাইনের। গবেষকরা মৌমাছির ওপর গবেষণা চালিয়ে তাদের সঠিকভাবে অবতরণের বিষয়টি জানতে পেরেছেন। আর তাদের এ গবেষণার ফলাফলটি প্রকাশিত হয়েছে ‘এক্সপেরিমেন্টাল বায়োলজি’ সাময়িকীতে। গবেষকরা জানিয়েছেন, সঠিকভাবে অবতরণের সময় মৌমাছি ‘উড়ন্ত অবস্থা’ বা গতিশীল থেকে ‘স্থীর অবস্থায় আসে। এ সময় সে অনেকটা হেলিকপ্টারের মতোই ভেসে থাকে। এরপর যে স্থানে অবতরণ করবে সেদিকে মৌমাছি চোখ, অ্যান্টেনা ও লেজ তাক করে। আর তারপর ১ সেকেন্ডের ১ হাজার ভাগেরও কম সময়ে মৌমাছির পা পিছনে নিয়ে যায় ও ভূমি স্পর্শ করে এবং থামার আগে অত্যন্ত অনায়াসে নিজের শরীর নিচুতে নিয়ে আসে সে। এভাবেই সম্পন্ন হয় জটিল কিন্তু সাবলীল মৌমাছির অবতরণ কৌশল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.