আমাদের কথা খুঁজে নিন

   

মৌমাছির দলের বিমান দখল

The most beautiful thing is to see a person smiling And even more beautiful is, knowing that you are the reason behind it!!!
মৌমাছির মনে কি ছিল? ওরা কি চেয়েছিল বিমান ছিনতাই করতে! নাকি উড়তে উড়তে ক্লান্ত হয়ে নেমে পড়েছিল বিমানের উপর৷ দশ হাজারেরও বেশি মৌমাছি বেশ কয়েক ঘন্টার জন্য দখলে রেখেছিল একটি বিমান৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এমন ঘটনার কথা আগে কেউ শুনেননি, দেখেননি৷ সেদিন ছিল রবিবার, এই তো ১৫ দিন আগে৷ ম্যাসাচুসেটস রাজ্যের ড্যানভার্সের বেভারলি ফ্লাইট সেন্টারে দাঁড়িয়ে আছে সারি সারি বিমান৷ একটির পর একটি উড়ে যাচ্ছে৷ অন্যদিকে, বেশ কয়েকটি বিমানের ক্লান্ত চালক আকাশ থেকে ভূমিতে নেমে আসছেন, তারপর বিমানের দরজা খুলে হেলমেটটি ঝুলিয়ে চলে যাচ্ছেন বিশ্রামাগারে৷ এমনি একটি পাইপার ওয়ারিয়র বিমানের চালক সকাল আটটায় বিমানটিকে মাটিতে ছুয়ে দিলেন, ছুটলেন বিশ্রামাগারে৷ চোখ ঢেকে যায় মৌমাছিতে সকাল এগারটায় আবার বিমানটি উড়ে যাবে আকাশে৷ চালক সেখানে এসে পৌঁছালেন৷ ঠিক সেই সময়েই তার চোখ পড়লো বিমানের পাখার দিকে৷ ভালো করে তাকিয়ে দেখলেন কি যেনো পুরো পাখাটি জড়িয়ে রয়েছে৷ অবাক হয়ে ওয়াকিটকিতে খবরটি দিলেন ফ্লাইট সেন্টারের পরিচালক আর্ন নর্ডিয়াডিকে৷ তিনি আসলেন৷ দেখলেন, বিমানের পাখা থেকে নীচ পর্যন্ত মৌমাছির বিশাল একটি চাক৷ঘন্টা দুয়েক আগেও যা ছিল না৷ হঠাৎ করে কোথা থেকে এলো এতো এতো মৌমাছি! তিনি আর দেরি করলেন না৷ ফোন করলেন পুলিশকে৷ ত্রাতার নাম উইলসকিন পুলিশ এসে কোন কুল কিনারা করতে না পেরে ডেকে পাঠালেন অ্যাল উইলকিনসকে৷ ১৯৭৮ সাল থেকে উইলকিনস বিভিন্ন বাসা বাড়ি থেকে মৌমাছি তাড়িয়ে বেড়াচ্ছেন৷ এক্সিস কান্ট্রি বি এসোসিয়শনের সাবেক সভাপতি তিনি৷ তাঁর রয়েছে মধুর ব্যবসাও৷ তিনি এবং তার স্ত্রী লিনডা বিমান বেসে এসে সব দেখে জানালেন, এখানে ১০ হাজারেরও বেশি মৌমাছি রয়েছে৷ ক্লান্ত শ্রান্ত একটি দল! উলকিনসের ধারণা, বিশাল এই মৌমাছির দল এক সঙ্গে উড়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে পড়েছিল৷ আর তাই তাদের বিমানের উপরে ল্যান্ডিং ৷ তিনি একে তাঁর ভাষায় ক্র্যাশ ল্যান্ডিং বলে অভিহিত করেছেন৷ সেখানে এখন চলছে প্রডন্ড গরম৷ আর এই গরমের কারণেই তাদের ক্লান্ত হয়ে যাওয়া৷ যাহোক, এবার সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারা মৌমাছির বিমান দখলের সব কারণ বিশ্লেষণ শুরু করেছেন বলেই জানা গেছে৷ বদলে যাচ্ছে নেতৃত্ব উইলকিনস জানালেন, এই দলের রানি মৌমাছিটি খুবই প্রতাপশালী৷ তবে মৌমাছিদের দেখে শুনে মনে হচ্ছে রানি তার ক্ষমতার হাত বদল করতে চাইছেন৷ নতুন রানি দায়িত্ব নেবে এই দলের৷ উদ্ধার অভিযান কিন্তু বিমানটিকে তো মৌমাছির কাছ থেকে উদ্ধার করতে হবে... উপায় কি? অনেক ভেবে চিন্তে দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে একটি বিশেষ যন্ত্র নিয়ে এলেন উইলকিনস, যেটা অনেকটা ভ্যাকুয়াম ক্লিনারের মত৷ সেটি চালু করে বেশ কয়েক ঘন্টা সময় নিয়ে খুবই সন্তর্পণে সব মৌমাছিকে ব্যাগে আটকে নিয়ে গেলেন তাঁর বাড়িতে৷ ওদের কাছ থেকেও মধু নেবেন উইলকিনস...। source 1 source 2 source 3 also posted to prothom alo blog
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.