আমাদের কথা খুঁজে নিন

   

মৌমাছির জরিপ

কবিতা লিখি, প্রবন্ধ লিখি, গল্প লিখি, রম্যরচনা লিখি, মানে লেখার চেষ্টা করি আর কী!

ঘুঘুর গ্রীলে সংরক্ষিত থাকে বিবিধ ফাঁদ, মেদহীন যেভাবে নিরীহ চিঠিতে স্কার্টের গোল্লাছুটে মিশে যায় বাদামী লন্ঠনের কখনও রক্তপাত প্রাকৃতিক ঠোঁট মানে তুমি ভরা মাঠ, মৌমাছির তুমুল জরিপ তবু ময়দানে পড়ে থাকে শুধু তুমি আর তোমার সমর্পণ যেন সাঁকোর ওপারের তুমি অচেনা কোনও মুখ অথবা ঘরোয়া পুকুরে কাদা মেখে ফেরা এক পাতিহাঁস তারপর, যতবার হাত দিয়ে ঢেকেছ পরিচিত নামগুলো দুপুরের শূন্যতায় বহরে বেড়ে গেছে ঘুঘুর অন্তর্লীন ছায়া। সংরক্ষিত ফাঁদ পেরিয়ে হারাধনের দশটা কুয়াশা হয়ে উঠেছে ভীষণ প্রাকৃতিক, চন্দ্রবিন্দুহীন বাকী আর যা কিছু, বন্ধ মুখ লেফাফা, টেবিলের ডানা সব পড়ে থাকে ছেঁড়া বসন্তের প্রায়, নির্বিবাদী থরে থরে সাজানো নখের বারান্দায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.