আমাদের কথা খুঁজে নিন

   

আগামী নির্বাচনে হিন্দুদের চোখ বন্ধ করে নৌকায় ভোট দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন।

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, হিন্দুদের মন্দিরে হামলাকারী ধর্মব্যবসায়ীদের বর্তমান সরকার বিচার করেছে। যাদের বিচার করা হয়নি, তাদের আগামীতে বিচার করা হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দুদের চোখ বন্ধ করে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। গতকাল বিকালে রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই হিন্দুদের কল্যাণে কাজ করেছে। তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোয় সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। এজন্য হিন্দু সম্প্রদায়ের উচিত আওয়ামী লীগকে বার বার নির্বাচিত করা। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দুদের চোখ বন্ধ করে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হিন্দুসহ সংখ্যালঘুদের উপাসনালয়গুলোতে হামলার ঘটনা ঘটেছে।

এগুলো বিছিন্ন ঘটনা। উপাসনালয়গুলোতে হামলাকারী দুর্বৃত্তদের কয়েকজনের এরই মধ্যে বিচার হয়েছে। আগামীতেও এসব ধর্মব্যবসায়ীর বিচার করা হবে। তাই আপনাদের উচিত আমাদের পুনরায় ভোট দিয়ে সমর্থন জানানো। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ করে আরও বলেন, আমরা যদি একত্রে থাকতে পারি, তাহলে কোনো সাম্প্রদায়িক শক্তি আমাদের ওপর অত্যাচার করতে পারবে না।

বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হবে। এক্ষেত্রে তিনি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, আমরা দেশের যোগাযোগ ব্যবস্থা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দূরীকরণ এবং বিদ্যুত্ উত্পাদন বাড়িয়ে মানুষকে সুষ্ঠুভাবে জীবনযাপনের ব্যবস্থা করেছি। চাটুকারদের দল বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার সন্ত্রাস ও জঙ্গিবাদে পরিণত হবে। তিনি দেশবিরোধী সব ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য দেশের হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

এই না হইলে কিসের জয় বাংলা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।