আমাদের কথা খুঁজে নিন

   

বিপুল সম্ভাবনা অপেক্ষা করছে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য



অবারিত সম্ভাবনার হাতছানি অপেক্ষা করছে খুলনার সামনে। একদিকে ‘পদ্মাসেতু’ অন্যদিকে ‘পাইপলাইনে গ্যাস’- এই দুই সম্ভাবনার হাত ধরে খুলনা হয়ে উঠতে পারে দক্ষিণাঞ্চলের রাজধানী হিসেবে। ২০১৪ সালের মধ্যে এই সম্ভাবনাকে কাজে লাগাতে এখনই দরকার সুদূরপ্রসারী রাজনৈতিক ঐকমত্য এবং উপকূলবান্ধব সমন্বিত উন্নয়ন পরিকল্পনা। যে পরিকল্পনার আওতায় যুক্ত থাকবে মংলা বন্দরের উন্নয়ন, ইপিজেডের অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণ, বিমান বন্দরের বাস্তবায়ন, প্রস্তাবিত পদ্মাসেতুর সাথে মংলা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ ইত্যাদি। মোট কথা, খুলনায় ‘গ্যাস’ নেটওয়ার্কের সম্প্রসারণ এবং ‘পদ্মাসেতুকে’ চিরায়ত বৈষম্য মোচনের ‘টার্নিং পয়েন্ট’ বিবেচনায় আগামীর খুলনাকে সাজাতে এখনই ‘অগ্রাধিকার’ নির্ধারণ করে কাজ শুরু করতে না পারলে খুলনার ভাগ্য খুলবে না।

যেহেতু পদ্মাসেতু এখন ‘খুলনার চাবি’ হিসেবে গুরুত্ব পাচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সেহেতু এই সেতুকে আবর্তিত করেই উল্লেখিত সহযোগী উন্নয়ন পরিকল্পনাসমূহ বাস্তবায়নের জন্য উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি। ‘গ্যাস এবং পদ্মাসেতু’- এই দুইয়ে মিলে খুলনা হয়ে উঠতে পারে প্রকৃত পক্ষেই দক্ষিণাঞ্চলের রাজধানী। পদ্মাসেতু মুখ্যতই ‘খুলনার চাবি’ হিসেবে গুরুত্ব পাচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনেও। এই বাস্তবতায় আগামীর খুলনার সম্ভাবনাকে কিভাবে কাজে লাগানো যাবে সেই ‘অগ্রাধিকার’ নির্ধারণ করতে না পারলে পদ্মাসেতুও খুলনার ভাগ্য খুলবে না। তাই খুলনার উন্নয়ন নিয়ে যারা ভাবেন তাদেরই দিকনিদের্শনায় থাকতে হবে মহাপরিকল্পনা।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.