আমাদের কথা খুঁজে নিন

   

ছেঁড়া দ্বীপে বেড়াতে যাওয়া প্রেয়সীর জন্য........

আমার কবিতা আমাকে ঘুমাতে দেয় না

ছেঁড়া দ্বীপে বেড়াতে যাওয়া প্রেয়সী কিছুক্ষণ আগে জানালো তাদের বহনকারী ট্রলার অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। ভয়ে- আতংকে তার কান্না জড়িত কণ্ঠ আমাকে ক্ষণিকের জন্য ব্যাকুল করেছিল, কেন যে তাকে এভাবে একা করে যেতে দিলাম! তার সঙ্গে যেতে না পারা এই অধমের নিবেদিত কবিতা। সকলে তাদের জন্য দোয়া করবেন, ভ্রমণ শেষে যেন নির্বিঘ্নে আবার ফিরে আসে। চারিদিকেই প্রচন্ড তাপ দুপুরের সূর্যটা কেমন যেন কেঁপে উঠেছে যেমন ইচ্ছে বর্ষণ করছে তার সবটুকু সম্পদ তবু মনে অনেক আনন্দ নতুন কে অধিগ্রহণ করবার। সে আসবে তাকে আসতেই হবে, সে যে আমার গ্রীষ্মতাকে আমন্ত্রণ করেছে, তার খরতাপ প্রভৃতি কেমন যেন উৎসুক ভাবে তাকে ডাকছে।

ঠ যখন সে আসল মনে হলো পৃথিবীটা কিছুণের জন্য স্থবির হয়ে গেছে কাক ডাকা দুপুরেও কেমন যেন আনন্দে শালিকেরা নেচে নেচে গান গাচ্ছে। এজন্য এক নতুন আয়োজন নতুন রূপকথা বোরখার আচ্ছাদনে তার টানা টানা চোখ দুটি মিষ্টি ভাবের ভাষায় ইশারা করছে। আমি সামান্য মানব, কিভাবে তাকে আমন্ত্রণ করবো ভেবে পেলাম না, গোলাপ তাইতো একটা গোলাপ হলে ভালই হতো কলমী ফুল আছে এটাতেই চলবে। তাকে স্পর্শ করার জন্য মনটা ব্যাকুল আমার হঠাৎ মনের অজান্তে বললাম কেমন আছো? শুধু একটু পলক তোলা নাম করা কখন যে ওর হাতটা ধরেছি, বুঝতেই পারিনি আকাশ কান্না শুরু করে দিলেই এরই মাঝে চললো আবার বাড়ীর বৃষ্টি। আমরাও হারিয়ে গেলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।