আমাদের কথা খুঁজে নিন

   

লজ্জিত ও ক্ষমাপ্রার্থী

///////////////////////////////////////////////////

মতিঝিলের এক কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত পেলাম। আমি দাওয়াত প্রদানকারী ব্যক্তি কে অনেক পছন্দ করি। উপরন্ত তিনি আমাকে বিয়ের অনুষ্ঠান স্হল থেকে ফোন করে আমার আগমনের অপেক্ষার কথা বলেছেন। শ্রদ্ধেয় ব্যক্তির একমাত্র মেয়ের বিয়ে। আমি আমার অন্যান্য কাজ থেকে বিয়েতে অংশগ্রহন বেশী গুরুত্ব দিলাম।

রাত তখন সাতটা চল্লিশ। ড্রাইভার কে স্পেশাল ওয়ার্নিং । গাড়ী চালাও রকেটের মত। আমার জন্য ওনি বসে আছেন। আটটা দশে কমিউনিটি সেন্টারের গেটে আমি।

জাম্প করে গাড়ি থেকে নেমে গেলাম। ড্রাইভারকে বললাম এখানে আমার দাওয়াত। আপনি গাড়ি পার্ক করে খেয়ে নিবেন। আমি ঢুকে পড়লাম দাওয়াতিদের মাঝে। মনে মনে ড্রাইভার কে ও ধন্যবাদ দিলাম।

এদিক ওদিক খুজতে লাগলাম শ্রদ্ধেয় ব্যক্তি কে । সামনে এগিয়ে বর কনের স্টেজের পাশে সোফায় বসলাম। অনেকক্ষন বসলাম ওঠানে। ভবলাম নিজের মেয়ের বিবাহ অনুষ্ঠান ...হয়ত কিছুক্ষন পর এখানে আসবে। তার দেখা পেলাম না।

গেষ্ট্রি রিসিপসান এর কাজে ব্যস্ত্ আছেন এ চিন্তা করে ফোন করে আর বিরক্ত করলামনা। ভাবলাম এই সময়টা তে বর কনেকে উইশ করে আসি । শত হলেও আমার শ্রদ্ধেয় ব্যক্তির মেয়ের বিয়ে। যদিও কনের সাথে ইতিপূর্বে দেখা হয়নি ;তাতে কি?পরিচয় দিলাম। বরের সাথে হাত মিলালাম।

দুজনকেই কনগ্রেচুলেট করলাম। পরিচয় দিলাম। এর মধ্যেই ক্যামেরা ম্যান /ভিডিওম্যান ফটোসেশন শেষ করল। আমি অতি বেশি দাবী নিয়ে বললাম "ছবি কিন্তু অবশ্যই দতে হবে। আমি স্টেজ থেকে নেমে সামনের সোফায় বসলাম।

কিছুক্ষণ পর মামা র(শ্রদ্ধেয় ব্যক্তি র )ফোন পেলাম। ওনাকে কথা বলার সুযোগ না দিয়েই বললাম "আমি বর-কনের কাছে ই বসে আছি".....ওনি বললেন "কই দেখছিনাতো ...তুমি লিফটের দুইতে চেপে উপরে চলে আস" বুঝলাম মিসটেক করে ফেলেছি। এখানে যে একসাথে দুইটা বিয়ে হচ্ছিল তা খেয়াল করা হয়নি। আমি তাড়াতাড়ি উপরে চলে এলাম। মামাকে লজ্জার কথা বলতে পারলাম না।

আবার নতুন করে বর-কনের সাথে সাক্ষাত করলাম । ফটো তোলা হল। খেয়ে-দেয়ে গাড়ীতে আসলাম। ড্রাইভার খেয়েছে কিনা জানতে চাইলাম। ড্রাইভার বলল নিচতলায় খেয়েছে।

আমি আরও বেশি লজ্জা পেলাম। আমি এর জন্য লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। কে করবে ক্ষমা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।