আমাদের কথা খুঁজে নিন

   

বরফের সময় শুরু...

মেঘলা আকাশের নিচে, বৃষ্টি হয়ে পরি শেষে...
হুরহুর করে বরফ পড়ছে। এই যেন প্রকৃতির অন্য আর একটি আনন্দের দেশে চলে এলাম। যদিও এখনো একটু ভয়ে আছি। দেখা যাক কি হয়। তুষার পড়ার অন্নরকম আনন্দ অনুভব করতে পারলাম।

কম্বলের মত মোটা একটি জেকেট পরেছি, মাথাই হুডি দেয়া অবস্থায় যখন তুষার পড়ছে ঝীরঝর শব্দ শুনতে পাই। হাহাহাহা আমি হাত মোজা খুলে অনুভব করি। ছবি তুলতে খুব ইচ্ছে করছে কিন্তু আমার ক্যামরা এখন ফ্লোরিডায়। তুষারপাত পড়ার মধ্যে আবার অনেক ধরন আছে। ঠিক যেমন ঝুমবৃষ্টি, রীমঝীম বৃষ্টি...তেমনি উপরের ছবিতে পড়া তুষার কে বলে "flurries" শুনে অদ্ভুত লাগল।

হাহাহাহা এর বাংলা খুজে বের করতে হবে আমাকে। ব্লগারে জিজ্ঞেস করেছিলাম কেউ জানলে আমাকে জানাতে। দুজন সুন্দর করে বাংলা অর্থ লিখেছে flurries এর। আমার "রিটন দাদা" লিখেছে "Flurries এর বাংলা কোনো প্রতিশব্দ নেই। যে শব্দটি আছে সেটি flurry; flurries এর plural form. যাই হোক আমি শব্দটির অনুবাদ আমার মতো করে করে দিলাম।

Flurries এর বাংলা হতে পারে "আচমকা ঝুড়তুষার"। " আর তারিক ভাই লিখেছে "বাংলা একাডেমীর ডিকশনারী অনুযায়ী, flurries এর মানে হল, "আকস্মিক ও ক্ষণস্থায়ী বায়ুবেগ, বৃষ্টিপাত বা তুষারপাত". যা আমিও পেয়েছিলাম পরে। হুম্‌ ক্ষণস্থায়ী তুষারপাত অথবা আচমকা ঝড়তুষার, দুটো পচ্ছন্দ হয়েছে। জানা হয়ে গেল flurries এর বাংলা । শুনতে এবং দেখতে অতি চমৎকার।

আর কেউ কি অন্য ভাবে প্রকাশ করবে flurries অথবা flurry এর বাংলা অর্থ? আমি রাজি আছি জানতে। আবারো নতুন সংবাদ এবং অনুভুতি প্রকাশ করা হবে যখন দেখব আসল তুষারপাত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।