আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে কেন শীতকালে?

গভীর কিছু শেখার আছে ....

[সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ঢালিউডি সিনেমায় অসংখ্য "কেন" কেন্দ্রিক বিচিত্র নামের সিনেমার ভীড় থাকা সত্ত্বেও এটি কিন্তু মোটেই কোন সিনেমা কেন্দ্রিক পোস্ট নয়।] ****************************************** অফিসে শেষ করে রাতে মিরপুর-মোহাম্মদপুরের কলিগরা সবাই মাইক্রোবাসে করে বাসায় ফিরি। ফেরার পথে প্রায় দিনই কোন না কোন টপিক নিয়ে আলোচনা-আড্ডা-বির্তক হয়। আজও সেরকম একটি অবস্থায় প্রশ্ন উঠলো যে, "শীতকালেই কেন গার্জিয়ানরা ছেলে-মেয়েদের বিয়ে দিতে উঠে পড়ে লাগেন?" এ প্রসঙ্গে গাড়িতে সম্প্রতি বিয়ে করা এক কলিগ বললেন, বিয়েটা শীতকালে করে বেশ ভুলই করে ফেলেছেন তিনি। কারণ, মেয়েদের স্বভাবটাই নাকি এমন যে, তারা সব কিছুই গুজতে পছন্দ করে! তারা বিছানায় উঠে চাদর গুজবে, মশারী গুজবে....এরই ধারাবাহিকতায় লেপ বা কম্বল যেটিই হোক না কেন সেটিও তারা গুজবে! ঠান্ডা বা বাতাস ঢোকার পথ বন্ধ করার এই সিস্টেমের ফলে বিছানার থেকে বড় সাইজের কম্বলও বেচারা হাজবেন্ড রাতে ভাগে পান না! দেখা যায় দুই-তৃতীয়াংশই তার বউ নিজের আয়ত্বে নিয়ে রেখেছেন! ফলে প্রায় রাতেই বেচারাকে শীতে জবুথবু করে রাত পার করতে হয়। নতুন বিয়ে করেছেন বলে বউকেও কিছু বলতে পারছেন না, আবার শীতেও কাবু হয়ে যাচ্ছেন! এরূপ উভয় সংকটের পাল্লায় গাড়ির ভেতরের জীবিতদেরকে (অবিবাহিতদেরকে) বললেন, তারা যাতে শীতকালে বিয়ে না করে! তাহলে তাদেরকে আর বিয়ে করেই এরূপ কষ্ট পেতে হবে না!" এরপর বেচারা কলিগের সঙ্গে মৃতরা (বিবাহিতরা) সহমত প্রকাশ করে ও জীবিতরা (অবিবাহিতরা) সহমর্মিতা ও সংহতি প্রকাশ করে। এছাড়া জীবিতরা আরো সিদ্ধান্ত নেয় যে, শীতকালে তারা সহজে মৃত্যুবরণ করবে না ও সিঙ্গেল লেপের ভালোবাসাকে কোরবানী করার মতোন আত্মঘাতি সিদ্ধান্তকে প্রতিহত করবে! ****************************************** ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত। এখানে তা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.