আমাদের কথা খুঁজে নিন

   

একটা ফটোব্লগ: নিজের চারটা ছবি................................ (তাজুল ইসলাম মুন্না)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

বেশি কিছু লিখলাম না।

খালি ছবিগুলা দিয়া দিলাম। । । সালটা ছিল ২০০৪। তখন হালকা-পাতলা ফটোশপ আর ইলাস্ট্রেটর নিয়া কাজ করতাম।

তাই গ্রাফিক্স কম্পিটিশনে নাম দিছিলাম। সেইখানে বলা হইছিল গ্রিটিংস কার্ড বানাইতে....... Click This Link ম্যাগনিফাইন গ্লাস নিয়া খুঁজেন। পায়া যাবেন। সর্বডানে আমি আছি। ।

Click This Link গভীর মনোযোগে কাজ করতেছি। ঐ পিসির ফটোশপে একটু সমস্যা আছিল। একটা মেনু খুইজা পাইতেছিলাম না। তবে পরে একজন আইসা সেইটা ঠিক কইরা দিছিল। (এইখানে বইলা রাখা ভাল।

সাইফুল আমার মেজো ভাই... তাই তার নামেই ডিজাইনটা করছিলাম। । । ) Click This Link প্রথম হইতে পারিনাই তাতে কি? কম বয়সে আমার ডিজাইন দেইখা তারা মুগ্ধ হয়া আমারে এত্তো এত্তো পুরষ্কার দিছে। রেপিং করা কাগজটার মধ্যে একজোড়া স্পিকার ছিল।

সেই স্পিকারটায় এখনো গান শুনতেছি আর পোস্ট লিখতেছি। আসলে স্মৃতি অনেক মধুর। । । Click This Link অবশেষে.... আমার লেটেস্ট একখান ফটুক।

এইটা এই বছরের প্রথম দিন মানে ১লা জানুয়ারী তোলা। বর্তমানে সব জায়গায় প্রোফাইল ইমেজ হিসেবে ব্যবহার করতেছি। ভাই, প্রোফাইল ইমেজ লাগানোর পরে এখন পর্যন্ত ফেসবুকে নতুন তিনজন মানুষের সন্ধান পাইছি। যারা আমারে ফটুক দেইখা চিনতে পারছে। একজন আমাদের স্কুলের গতবছরে এসএসসি দেওয়া স্টুডেন্ট।

আরেকজন আমারে ডি-টাইপে তাঁর সাথে দেখছে। তৃতীয়জনের কথা অহন মনে আসতেছে না। । । অবশেষে একটা গোপন কথা বইলা দেই।

যেইদিন গ্রাফিক্স কম্পিটিশন আছিল তার পরের দিন আমার বিশেষ অঙ্গটাকে কর্তন করা হইয়াছিল। গ্রাফিক্স ডিজাইনের পুরা অনুষ্ঠানটা যে পরিচালনা করছে সে পরে এইটা শুইনা খুব আফসোস করছে। কইছে, "আগে কইলেন না কেন? মজা করা যাইতো......"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.