আমাদের কথা খুঁজে নিন

   

অপারেশন এমপি হোস্টেল



৪ ডিসেম্বর, ২০১০ সময়: রাত ৭:৫০ আমরা গাড়িতে বসে আছি। সব মিলিয়ে ছয়জন। রাত নটায় এমপি হোস্টেলে থাকার কথা। সতর্কতা বশত আগেই চলে এসেছি। শীতের দিন বলে গাড়ির সব জানালা বন্ধ, তার উপর কালো কাচ, ভেতর থেকে দেখা যায়, বাইরে থেকে নয়।

আমাদের মাইক্রোবাসটি বড়, বারো জন বসা যাবে অনায়াসে। অবশ্য আমাদের সাথে যে সকল যন্ত্রপাতি রয়েছে তা কিছুটা জায়গা দখল করে রেখেছে। তারপরেও বেশ কিছু ফাকা জায়গা রয়ে গেছে। এমপি হোস্টেলের পাচঁ নম্বর বিল্ডিং এ আমাদের কাজ। প্রিপারেশন নিতে সময় লাগবে এই ভেবে আগেই চলে এসেছি।

গেটের কাছাকাছি আসতেই দেখলাম গেট জুড়ে বেশ কিছু সিকিউরিটি পুলিশ দাড়িয়ে আছে, গেটে আবার একটা ক্রসিং বার আছে। সৌভাগ্যক্রমে সেটা উপরে উঠানো। আমরা একটু টেনশনে পড়লাম। গেটে থামাবে নিশ্চিত, কি বলবো তা জানি না। যাই বলি ভেতরে যেতে দিবে কিনা কে জানে? আমার সহযোগী ড্রাইভারকে বললো, সোজা ভেতরে চলে যেতে।

প্রয়োজন হলে ভিতরে ঢুকে তারপর জবাব দেয়া যাবে। আমি মোবাইল হাতে নিয়ে ফোনবুক ঘেটে নম্বর বের করে রাখলাম, ফোন দেয়া লাগতে পারে! ঢুকলাম, কোন সমস্যা হলো না। ড্রাইভারকে সোজা পাঁচ নম্বর বিল্ডিং এ চলে যেতে বললাম। বিল্ডিংএর কাছে এসে থামতে চাইল, আমি নিষেধ করলাম। উটকো প্রশ্নের সম্মুখীন হতে পারি।

নিচে পার্কিং প্লেসে ঢুকে পড়লাম। ভেতরে বেশ কিছু কার রয়েছে, একটা ছোট জীপ। আমি নামলাম। একটু ফোনে কথা বলা দরকার। কিন্তু আবার উঠে পড়লাম।

লিফটের সামনে একজন দাড়িয়ে আছে, প্রশ্ন করতে পারে। ড্রাইভার গাড়ি নিয়ে পার্কিং প্লেসের বাইরের দিকে একটা অন্ধকার কোনা বেছে নিয়ে গাড়ি পার্ক করলো। আমরা অপেক্ষা করতে লাগলাম। আর দশ মিনিট পরে সবাই নামবো। কেউ আসলো না, কেউ দেখল না।

আমরা সব গুছিয়ে নিচ্ছি। নামবো, কিন্তু তার আগে শিওর হওয়া দরকার যে এমপি সাহেব বাসায় আছেন কিনা? শিওর হবার জন্য ফোন দিলাম, জানা গেল তিনি নেই এবং শীঘ্রই আসার সম্ভাবনা নেই। বরং তিনি যেখানে আছেন সেখানে যাওয়া যেতে পারে। আমার ক্যামেরাম্যান আবার ক্যামেরা তার ব্যাগে ভরলেন, ট্রাইপড ও। ড্রাইভারকে বললাম, সোজা রেড়িয়ে যেতে, ধানমন্ডি ২ নং রোডে গেলে এমপিকে পাওয়া যাবে।

ওখানেই তার ইন্টারভিউ নেয়া হবে, অবশ্য তিনি যদি রাজী হন। খুব নিরাপদে কারও কোন প্রশ্নের কিংবা বাধার সম্মুখীন না হয়ে আমরা এমপি হোস্টেলের এরিয়া থেকে বেরিয়ে আসলাম, কাটিয়ে আসলাম অন্তত: ১৫ টি মিনিট। কিন্তু এ্ই সামান্য সময়টুকুতে কত কিই না করা যেত! নিরাপত্তার এই বাহার সত্যিই অপরূপ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।