আমাদের কথা খুঁজে নিন

   

অপারেশন জ্যাকপট খুজতে গিয়ে আমাদের অপারেশন বাস্তবতা

we need to read and understand the order given to us the QUR'AN and spread the TRUE message of ISLAM , The love for your fellow human, the respect for WOMEN, making world a Better Place
আমাদের বিজয়ের অন্যতম অপারেশন জ্যাকপট নিয়ে ফেসবুকে ও ব্লগে অনেক লিখা কিছু দিন ধরে পরে আসছিলাম তাই আজ ভাবলাম বিজয়ের এই দিনে সেই সাহসী সন্তানদের কথা লিখি অপারেশন জ্যাকপট নিয়ে লিখি যেই ভাবা সেই কাজ শুরু করলাম অপারেশন জ্যাকপট সম্পকিত লেখা পড়া ও খোজা পেয়েও গিয়েছি অনেক দেখুন আমাদের কাঙাল মামার পোস্ট উপরের ছবিটা ওনার পোস্ট হতেই নেয়া : Click This Link তিনি লিখেছেন : হালের Inglourious Basterds বা Saving Private Ryan, Pearl Harbor , Black Hawk Down বা Valkyrie আমাদের মহান মুক্তিযুদ্ধের এই অপারেশনের কাছে নস্যি! আমার মত হয়তো অনেকেই জানেন না বিষয়টা, .. অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। এটি ছিল একটি আত্মঘাতী অপারেশন। এ অপারেশন ১৯৭১ এর ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে আরো কয়েকটি নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয়[১]। ১০নং সেক্টরের অধীনে ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডো যোদ্ধাদের অসীম সাহসিকতার নিদর্শন এই অপারেশন জ্যাকপট। এই গেরিলা অপারেশনে পাকিস্তানি বাহিনীর অনেকগুলো অস্ত্র ও রসদবাহী জাহাজ ধ্বংসপ্রাপ্ত ও বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত জাহাজগুলোর মধ্যে পাকিস্তানি বাহিনীকে সাহায্যকারী অনেকগুলো বিদেশি জাহাজও থাকায় এই অপারেশন বাংলাদেশের যুদ্ধ এবং যোদ্ধাদেরকে সারা বিশ্বে পরিচিতি পাইয়ে দেয়। শুধু শুরুটা দিলাম বাকিটা ওনার পোস্টেই পড়ুন। উইকি পিডিয়া http://en.wikipedia.org/wiki/Operation_Jackpot ইস্টিশন ব্লগে রাফসানের পোস্ট: Click This Link পাকি ডিফেন্সে পেইজে অপারেশন জ্যাকপট আর ওদের কান্না কাটি দেখতে কমেন্ট গুলো দেখেন: Click This Link আরো জানতে পড়ুন * Sezan Mahmud। Operation Jackpot। বাংলা প্রকাশ প্রকাশিত।

* শামসুল হুদা চৌধুরী। একাত্তরের রণাঙ্গন। আহমদ পাবলিশিং প্রকাশিত। * রফিকুল ইসলাম বীর উত্তম। লক্ষ প্রাণের বিনিময়ে।

অনন্যা প্রকাশনী প্রকাশিত। * খলিলুর রহমান (২০০৭)। মুক্তিযুদ্ধে নৌ-অভিযান। সাহিত্য প্রকাশ প্রকাশিত। * মোঃ মুমিনূর রহমান (ফেব্রুয়ারি ২০০২)।

মুক্তিযুদ্ধে ফ্রগম্যান। সময় প্রকাশন প্রকাশিত। কিন্তু আমাদের সামুর ব্লগার শ্রদ্ধেয় দূর্যোধন ভাইয়ের এই পোস্টটা পরে আমি আর বেশি কিছু লিখার সাহস পেলাম না কারন কি হবে লিখে নিজেই পড়ে দেখুন : ''অপারেশন জ্যাকপট''- গৌরবময় অতীতের এক যোদ্ধার অগৌরবজনক বর্তমান । । Click This Link আজ আমরা হাজার টাকার পতাকা কিনবো, বিজয় দিবসের জণ্য পার্টি করবো আলোক সজ্জায় খরচ করবো কিন্তু পারবো কি একজন মুক্তি যোদ্ধাকে তার সম্মানের সাথে সচ্ছলতার সাথে বাকি জীবন কাটানোর নিস্চয়তা দিতে ? প্রজন্ম শুনতে কি পাও তুমি দেখতে পাও তুমি সেই সুর্য সন্তানদের বাস্তবতা ?
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।