আমাদের কথা খুঁজে নিন

   

অপারেশন "ডালভাত" অত:পর অপারেশন "নিরাপদ পানি" সম্পূর্ণ



কিছুদিন আগে ঘটে গেল ইতিহাসের জঘন্যতম নারকীয় হত্যাকান্ড পিলখানা ট্রাজেডী । যখন ভিতরে চলছিলো নারকীয় হত্যাকান্ড তখন কিছু মুখোশ পড়া উষ্শৃখল বিডিয়ার জওয়ান মিডিয়ার সামনে প্রচার করতে লাগলো তাদের দাবির কথা - যার মধ্যে অন্যতম ছিলো অপারেশন ডালভাত । তারা প্রচার করতে থাকলো সরকার থেকে বরাদ্দকৃত টাকা যা বিডিয়ার জওয়ানদের পারিশ্রমিক হিসাবে দেয়ার কথা তাহা আর্মি অফিসাররা মেরে দিয়েছে । তাদের এই দাবি ফলাও করে প্রচার করলো আমাদের অভি চৌকষ সাংবাদিক ভাই বোনেরা, যারা সবজান্তা সমশের কারণ যেকোনো ঘটনা এমনভাবে প্রচার করেন যেন এই বিষয়ে তারা মহাজান্তা । অথচ তারা চিন্তাও করলো না কেন বিডিয়ার জওয়ানরা এই টাকা দাবি করে ।

তারা সরকারের বেতনভুক্ত আধাসামরিক কর্মচারি । সরকার তাদের বেতন দেয় দেশকে রক্ষা করার জন্য এবং দেশের প্রয়োজনে কাজে লাগানোর জন্য, এটা তার দায়িত্বের একটা অংশ এর জন্য তারা আলাদা অর্থ প্রাপ্য নয় অথচ আমাদের ভেড়া প্রজাতির সাংবাদিক আগে পিছে না ভেবে এটা প্রচার করে গেলো । তাদের সাথে সাথে যোগ দিলেন আমাদের কিছু রামছাগল প্রজাতির বুদ্ধিজীবি যারা বিভিন্ন টকশোতে ( যেখানে বিভিন্ন ক্যাটাগরির পাগলেরা প্রলাপ বকে ) বলতে লাগলেন ডালভাত তো বিডিয়ারের কাজ নয় তাহলে কেন তাদের এই কাজে লাগানো হলো । এখন আবার ঢাকা শহরে শুরু হয়েছে নতুন ক্রাইসিস- তীব্র পানি সংকট । এই পানি সংকট মোকাবেলাই তলব করা হয়েছে সেনাবাহিনীকে যদিও এটা সেনাবাহিনীর কাজ নয় ।

বর্তমানে দেশে গনতান্ত্রিক সরকার বিরাজমান তাই এই সমস্যা সমাধান করা তাদের কাজ - এর জন্য রয়েছে ওয়াসা/ সিটি কর্পরেশন কিন্তু তাদের বাদ দিয়ে এই যে সেনাবাহিনীকে কাজে লাগানো হলো এখন কোথায় সেই বুদ্ধিজীবি/ সাংবাদিক ভাইয়েরা, কেন এখন বলেন না এটা সেনাবাহিনীর কাজ নয়!!!!!!!! যদি কোনো সাংবাদিক ভাই বা বোন এই ব্লগ পড়েন তাহলে দয়া করে জবাব দিবেন এখন যদি সেনাসদস্যরা তাদের এই পেশা বহির্ভূত কাজের জন্য অতিরিক্ত অর্থ দাবি করেন তাহলে তাদের দাবি কি অযুক্তিক হবে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।