আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফটিকছড়িতে আগমন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা ...

সকল মতাদর্শকে আন্তরিকতার সাথে অধ্যয়ন করি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফটিকছড়িতে আগমন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতার পরে এই কোন প্রধানমন্ত্রী ফটিকছড়িতে যাচ্ছেন। আপনি আমাদের অভিবাদন গ্রহন করুন। ফেনী জেলা থেকে বড় ফটিকছড়ি থানাবাসীর পক্ষ থেকে আপনাকে আমরা অজস্র লালগোলাপ বাগানের অযুত ফুলের বৃষ্টি দিয়ে গ্রহন করতে তৈরী।

ফটিকছড়ির জন্যে আপনাকে পরামর্শ দিব সাতটি। ১. উত্তরফটিকছড়িকে স্বতন্ত্র উপজেলা করে দিন। ২.চট্রগ্রাম-ঢাকার ট্রাফিক জ্যাম কমাতে সীতাকুন্ড-বারইয়ারহাট রোডের বিকল্প হিসেবে হাটহাজারী-ফটিকছড়ি-হেয়াকো- করেরহাট সড়ক উন্নয়ন করে ফটিকছড়ির চেহারা আপনি উজ্জল করতে পারেন। ৩.নারায়নগঞ্জের শামীম ওসমানের মত আরেক গডফাদার এটিএম পেয়ারুল ইসলামের বদলে সেলিনা হায়াত আইভির মত কেহ থাকলে বেচে নিন। সোনিয়া আনোয়ার , জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান আফতাব আহমেদ, নুরুল আলম (সাবেক এমপি), মাহমুদ হাসান সহ যারা ভাল তাদের নিয়ে চিন্তা করেন।

ব্যরিস্টার রুকন উদ্দিন মাহমুদ ভাইও খারাপ না। তিনদশকের রাজনৈতিক সংঘাতের জন্যে দায়ী নাজির হাট কলেজের সাবেক ভিপি এটিএম পেয়ারুল ইসলাম আলীগ , দেশ ও ফটিকছড়িবাসীর জন্যে ভয়ংকর ব্যাক্তি। জনগনের উপর নির্ভর করুন। সন্ত্রাসকে পরিহার করুন। ৪. ফটিকছড়ি কলেজকে সরকারী করুন।

৫. উত্তর ফটিকছড়ি , মধ্যম ফটিকছড়ি, দক্ষিন ফটিকছড়ি থেকে একটি করে মোট তিনটি হাই স্কুল সরকারী করুন। ৬. উত্তর ফটিকছড়িতে আছে ৭ টি চা বাগান , চা ফ্যক্টরী, রাবার বাগান রাবার ফ্যক্টরী, পাহাড়, গহীন বনাঞ্চল। এখানে সরকার পর্যটন শিল্পকে ডেভেলাপ করে প্রচুর রাজস্ব ইনকাম করতে পারে। ৭. উত্তফটিকছড়ি বাসীর জন্যে হাসপাতাল চাই। সর্বশেষ বলব আমারে আপনি স্বরাষ্টমন্ত্রী বানাতে পারেন।

আমি আপনারে গ্যারান্টি দিতে পারি আমি মখা আলমগীর থেকে হাজারগুন ভাল করে মন্ত্রনালয় চালাতে পারব। হে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা ভাল থাকবেন। শুভকামনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.