আমাদের কথা খুঁজে নিন

   

আমার বন্ধু কবি আবদুল হাই শিক্দারের জন্মদিন ১ জানুয়ারি তাঁর জন্য কবিতা



তুমি একটা নদীই রেলিং ধরা নদীর কবি আবদুল হাই শিকদারকে তুমি নদী- তুমি একটা নদী শেষ অবধি বিরামহীন ভাঙন এ-পারের, পত্তন ও-পারের ঘর-বাড়ি-বাঁশঝাড় জোছনাসহ; হঠাৎ হঠাৎ উধাও অহরহ আবার নতুন পলিজমি ঘাস পাখি- কত ডাকাডাকি নদী- রেলিং ধরা নদীর রোদন, অবহিত ক’জন চঞ্চলা ঢেউয়ে-ঢেউয়ে ঢেকে রাখে অনবরত আপনাকে নাচের আড়ালে কাঁদে গোঙানীর শব্দো অধীর যেন পাখীর ওড়াল প্রচ্ছদে স্পষ্ট, তো অস্পষ্ট ডানার কষ্ট তবুও উপচে পড়ো একদা বানের মত ক্ষুব্ধ ও উদ্ধত তবুও ছড়িয়ে যাও প্রান্তর-জনপদ মুছে ফেলো গচ্ছিত সম্পদ তবুও স্বপ্ন তোমার সমুদ্র- সমুদ্র অসীম ও রুদ্র আবার হারানোর গৌরব একান্ত কল্লোল ঐকান্তিক কলোরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.