আমাদের কথা খুঁজে নিন

   

পন্য রপ্তানি করা যায় কিন্তু জনশক্তি?



শেষ হতে যাওয়া বছরে মন্দার ধাক্কায় জনশক্তি রপ্তানি কমলেও প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ (রেমিটেন্স) বেড়েছে। সরকার আশা করছে, জনশক্তি রপ্তানি আগামী বছর বাড়বে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক দেশ অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়ে এসেছে। নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। আমাদের কাছে শ্রমিক চাওয়া হচ্ছে।

আগামী বছর খুব ভালো যাবে বলে আশা করছি। " চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রায় ৫০০ কোটি ডলার রেমিটেন্স এসেছে। এর মধ্যে গত নভেম্বরের রেমিটেন্স আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৪ লাখ ২৮ হাজার ৪৪৪ জন বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশ গেছেন। সরকারের ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি)-র তথ্য অনুযায়ী, ২০০৮ সালে ৮ লাখ ৭৫ হাজার ৫৫ এবং ২০০৭ সালে ৮ লাখ ৩২ হাজার ৬০৯ জনশক্তি রপ্তানি হয়।

২০০৬ সালে এ সংখ্যা ছিলো ৩ লাখ ৮১ হাজার ৫১৬। তবে মন্ত্রী বলছেন, "২০০৭ ও ২০০৮ সালের সঙ্গে তুলনা করলে হবে না। কারণ ওই দুই বছর মালয়েশিয়া প্রচুর শ্রমিক নেওয়ায় জনশক্তি রপ্তানি বেড়েছিলো। ২০০৬ সাল ছিলো স্বাভাবিক বছর। সে তুলনায় মন্দার মধ্যেও আমরা প্রায় ৫ লাখ শ্রমিক রপ্তানি করেছি, যা অন্যান্য বছরের চেয়ে বেশি।

তথ্যসূত্র : বিডিনিউজ২৪ডট কম একটি দেশ আরেকটি দেশে নানান ধরনের পন্য রপ্তানি করে। পন্যকে আপনি রপ্তানি করতে পারেন ঠিকই কিন্তু "জনশক্তি"কে কীভাবে রপ্তানি করেন? মানুষকে মানুষ কীভাবে রপ্তানি করে একটু বুঝিয়ে বলুন। যেসব প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছেন, তাদেরকে পন্যের সাথে তুলনা করে ব্যবহৃত এই পরিভাষাটির ঘোর আপত্তি জানাচ্ছি। যারা ইংরেজি ম্যানপাওয়ার এর বাংলা করার অজুহাত দেবেন, তাদের বলছি, ঐ শব্দটিও ভুল। ওরা জনশক্তির আয় দিয়ে চলে না বরং অন্যদেশের জনশক্তি আমদানি করে।

ফলে ওরা এটাকে পন্যের দৃষ্টিতেই দেখবে। কিন্তু বাংলাদেশের বৈদেশিক মূদ্রা অর্জনের দ্বিতীয় শীর্ষ এই খাতের কেন্দ্রীয় চরিত্রকে পন্যের সাথে তুলনা করার অধিকার কারো থাকা উচিত বলে আমি মনে করি না। মানুষকে পন্য হিসেবে গণ্য করার দীর্ঘদিনের এই রীতিকে আমি নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.