আমাদের কথা খুঁজে নিন

   

বাংলানিউজ ২৪.কম



আমদের দেশে এখন অনলাইন নিউজ পেপার এর জোয়ার চলছে. বিষয় টা খুবই মজার. এখন আর কোন খবর এর জন্য পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করা লাগে না। দেশে বিদেশে বিশেষ কোনো ঘটনা ঘটলে খুবই অল্প সময়ের মধ্যেই পুরো খবর পাওয়া যায়. তাই অনলাইন নিউজ পেপার এর জনপ্রিয়তা এখন অনেক. বাংলানিউজ তেমনি জনপ্রিয় একটি অনলাইন নিউজ পেপার, নিউজ আপডেট এর পরিমাণ এর বিচারে এখনও তারা এক নম্বরে. কিন্তু ইদানিং এই পত্রিকার নিউজ ভেলুর যা অবস্থা তা নিয়মিত পাঠক যারা তারা টের পাচ্ছেন. আগে প্রয়াত আবিদ রহমান, মাহবুব মিঠু, জেসমিন পাপড়ি এবং অনেক প্রবাসী লেখকের অনেক জনপ্রিয় লেখায় সমৃদ্ধ ছিল এই পত্রিকা . প্রচুর অনুসন্ধানী রিপোর্ট ছাপা হতো. ধর্মীয় অনেক সুন্দর এবং সমৃদ্ধ লেখা পেতাম. কিন্তু এই বছরের প্রথম দিকে হটাৎ করেই বাংলানিউজ চরিত্র পরিবর্তন করে ফেল্ল. সরকার বিরোধী লেখা তো দুরে থাক সরকারি দলের কেউ মনে কস্ট পায় এমন কোন লেখা তারা ছপেনা. এখন ভেলুলেস এক্সক্লুসিভ রিপোর্ট ও পাবেন এখানে. আবার মোমবাতী প্রজ্জলন এবং জাগরণ মঞ্চের খবরাখবর এর বাপারে তারা কিন্তু খুবই সজাগ. গনজাগরন মঞ্চের রিপোর্ট এর ছবি দেখলে হাসি পায় এমন ভাবে ছবি দিবে দেখলে মনে হবে অনেক মানুষের ছবি. আবার সামনে মানুষ না থাকলে সুধু মঞ্চের ছবি দিবে। কিন্তু ভুলে যাবেন না এখন অনেক পত্রিকা আছে যেমন বিডিটুডে ডট নেট্ , আর টি এন এন ডট নেট , নতুন বার্তা ডটকম , ঢাকা টাইমস ২৪ ডটকম , জাস্টনিউজবিডি , শীর্ষ নিউজ ডটকম এমন আরো অনেক . এরা সবাই কিন্তু সামনে আগাচ্ছে. একটি বিজ্ঞাপনের ভাষা দিয়ে শেষ করি : সময় থাকতে পিওর হোন সাপোর্ট দিবে জনগণ জনসার্থে ফ্রুটিকা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.