আমাদের কথা খুঁজে নিন

   

আসুন বিনে পয়সায় sms পাঠাই!!!

ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ...... মরিবার হল তার সাধ ।

একটা sms 2.30 টাকা......কোথাও বা কিছুটা কম। আমরা ভাই এতো টাকা খরচ করার ভিতর নাই। আমরা ফ্রীতে sms পাঠাই। আপনিও পাঠাবেন?? ok! আপনার ফোন কি java supported?? যদি হয় তাহলে আপনিও পাঠাতে পারবেন।

নইলে পারবেন না! কিভাবে পাঠাবেন??? আপনার ফোনের wap browser দিয়ে wap.fishtext.com এ যান। fishtext.jar ফাইলটি download করুন। অথবা পিসিতে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । পরে আপনার ফোনে ইন্সটল করে নিন। (পিসি থেকে সফটওয়্যারটি ফোনে কপি করলেই ইন্সটল হয়ে যায়) আপনার কাজ প্রায় শেষ।

software টি যেখানে download হয়েছে সেখান থেকে copy করে আরেক folder এ রাখুন। এবার softwareটি open করুন। internet connection request accept করুন। আপনার mobile number দিয়ে registration করুন। registration শেষ হলে authentication code চাইবে।

ইতিমধ্যে আপনার mobile একটা authentication sms আসবে। ওটাতে authentication code থাকবে। software টা আবার open করে code দিন। এবার? এবার free sms পাঠান......বিশ্বের যে কোনো প্রান্তে!!! প্রতি sms এ খরচ হবে ২-৪ পয়সা...আর unlimited net user হলে তো ফ্রীই। আপনার account থেকে ১৫ থেকে ২০ টা free sms পাঠাতে পারবেন! কিন্তু এগুলো শেষ হয়ে গেলে...... উপায় আছে... আপনার downloaded software টা আবার copy করে আরেকটা folder এ রাখুন।

এবার আপনার পরিবার পরিজন অথবা খুবই নিকট বন্ধুর mobile number দিয়ে registration করুন। authentication code দিয়ে registration fulfill করুন। এখন আপনি ইচ্ছা করলে আপনার বন্ধুর/আত্মীয়ের number দিয়ে sms পাঠাতে পারেন আপনার ফোন দিয়েই! কিন্ত আপনি নিশ্চয় সেটা করতে চাননা। software টি open করে setting menu তে যান। send from anonymous এ select করুন।

এবার নিশ্চিন্তে free sms পাঠান। এই sms গুলো যাবে একটা অচেনা নাম্বার থেকে। এই ২০ টা sms শেষ হয়ে গেলে আবার আরেকটি number দিয়ে পুনরাবৃত্তি করুন এবং যত খুশি sms পাঠান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.