আমাদের কথা খুঁজে নিন

   

বিনে পয়সায় আনন্দ!!তবু এই কৃপণ শহর ঢাকায়!!!

পড়তে ভাল লাগে। আমরা ঢাকায় যারা চলাফেরা করি, বিশেষ করে পাব্লিক যানবাহনে, তারা জানি, এই জার্নি করার সময়টাতে কত কষ্ট করতে হয়, আর কত কিছুই দেখতে হয়। আমিও দেখি, তবে আমার মনে হল একটু অন্যরকম করে আর আনন্দ নিয়ে। আমি যা দেখি- ১। রাস্তার দু-ধারে লাগানো ফুলের গাছ আর ফুলে ফুলে উড়া প্রজাপতি।

২। বিল্ডিং এর ছাঁদে সযত্নে গড়া বাগান। ৩। সরকারি স্থাপনায় অযত্নে বেড়ে উঠা লতানো সবুজ গাছ। ৪।

স্কুলগামি ছোট্ট ছোট্ট বাবুর কোমল মুখ। ৫। রঙ্গিন মাছ আর পোষা প্রানীর দোকান। ৬। দামি প্রাইভেট গাড়িতে বসা হ্যান্ডসাম যুবক ও সাজানো শো-পিছ।

৭। পানির বিভিন্ন ফোয়ারা। ৮। ছোট ছোট জলাশয় ও তা ঘিরে ঘন ঝোপ। ৯।

আকাশ! যদি বসার মত যায়গা এবং বাইরে দেখার মত সুযোগ থাকে। ১০। রিক্সা, CNG, ও বাস এর পিছনে লেখা ফানি ডায়ালগ। ১১। ফুল ও শখের গাছের নার্ছারি।

১২। মানিক মিয়া এভিনিউ পার হওয়ার সময় সংসদ ভবন থেকে আসা ঠান্ডা বাতাস। ১৩। ডাব কাটা, আখের রস বানানো, আমড়া কাটা, সরবত বানানো, পেয়ারা+জাম্বুরা কেঁটে ভর্তা বানানোর দৃশ্য। ১৪।

তাজা ফুলের দোকান, টোকায়ের হাতের একগুচ্ছ টকটকে লাল গোলাপ। এরকম আরো অনেক কিছু………… ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.