আমাদের কথা খুঁজে নিন

   

পঁচিশ বছর পর

যে বেসেছে ঝর্ণা ভালো, যে বেসেছে ঝিনুক। তার হাতে আয়ু রেখায় ভীষন রকম অসুখ।।

তুমি বাসনা আর; আমিও তেমনি খানিক মাঝে থেকে কি হলো - কি জানি কি হলো ভালোবাসা-বাসি পাংশু মুখে এ দোরে ও দোরে ফিরে শুণ্য মঠের চাতালে হৃদয় জুড়ালো; তেমন আর পৌষ কই এক কাঁথায় যাতে রাত্রি পোহায়। চোখে চালশে বুঝি; গোধূলীতে আজকাল দেখাদেখি বড্ড দায়, এর'চে চোখ বুজে থাকি, সেই ঢের ভালো। অভ্যস্ত চাহনিতে দিব্যি দেখি দিন যায়। কি লাভ তবে মোম জ্বেলে বাতি নেভানো। ঢের তুমি বকতে পারো; আমিও তেমনি খানিক বকাবকি দেখি সার হলো; স্বপ্ন আর ঝরে কই মধু বাক্য হতে; এমত বিষন্ন মুখ দেখে ভং বলে ভেংচি কাটতেই পারো, আমিও দিব্যি পারি; না হলে হৃদয় ছোঁয়াচ, দুঃখ রেখা গুলি বড্ড বেমানান লাগে । দেখি হাতড়ে; হাতড়ে দেখি হৃদয় কোন পাতালে, তুমিও পাওনা নাগাল, আমিও হাতে খাটো। ভালোবাসার 'চে এত দ্রুত আর কি ফুরায়?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।