আমাদের কথা খুঁজে নিন

   

যেদিন তুমি



এখানে কি জান? আহা হাত দিয়ে নয়, কান পেতে শোন। ধক্‌ ধক্‌ ধক্‌ ধক্‌ ধক্‌ ধক্‌। শুধুই কি তাই? এত সবাই শোনে- ডাক্তার, নার্স্‌পথিক। তবে মন দিয়ে শোন এ বুকের ভিতর হৃদয় গহন - কিসের এ আয়োজন। যেদিন তুমি শুনবে যদিন তুমি বুঝবে- কৃষ্ণচূড়ায় ছেয়ে ছেয়ে এ আকাশ হবে কমলা রং এর বিকেল।

পাহাড়গুলোর বুকের মাঝে লুকিয়ে থাকা ঝর্ণা কইবে কথা। একটি ঘুঘু এক পলকেই শ্বেত শুভ্র পায়রা হবে, পাবে স্বাধীনতার দেখা। ফুরিয়ে যাবে বন্দি দশা নূপুর পায়ে রাজকন্যা। হাসবে ঝরা পাতা। অনেক দূরে এক হেঁশেল গাইবে বধূ গুনগুনিয়ে আঁচল দিয়ে মুছবে পিঁড়ি বসবে গাঁয়ের রাখাল।

যেদিন তুমি শুনবে এবং বুঝবে। ২৬ শে ডিসেম্বর, ২০০৯।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।