আমাদের কথা খুঁজে নিন

   

আমি যেদিন বড় হলাম

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

ছোটবেলায় চিন্তা করতাম কবে বড়ো হবো? সব কাজিনরা, পাড়ার বড় ভাইরা কি সুন্দর ঘুরে বেড়ায়, চাকুরী করে, আর আমি? সন্ধ্যা হলেই পড়তে বসি। কি অবিচার!! সবার অর্ডার শুনতে হয়। যখন তখন বাসার বাহিরে যাওয়া যায় না। বাবা-মার উপরে খুব রাগ হতো।

মনে মনে ভাবতাম "আমি যেদিন বড় হবো সেদিন তোমাদের কারো কথা শুনবো না। তোমার শাস্তি দিবো। " কিন্তু বুঝতাম না। আসলে বড় হওয়া কাকে বলে? কত বড় হলে সবাই বলবে "তুমি এখন বড়ো হয়েছো। " আহা বড়বেলার কথা চিন্তা করলেই তখন মনটা ভালো হয়ে যেত।

কত স্বপ্ন দেখতাম। কিন্তু পরক্ষনেই মন খারাপ হয়ে যেত যে "আমি তো অনেক ছোট আছি আর এখনও বড় হতে অনেক দেরী। " অনেক ভেবে চিন্তা করে বের করলাম অন্ততঃ এসএসসি পাশ করলে একটা বড় বড় ভাব আসবে। কলেজে পড়বো। সবাই তখন বড় বলবে।

অপেক্ষা করতাম, কবে সেইদিন আসবে যেদিন আমি এসএসসি পাশ করে বড়ো হবো। বিভোর থাকতাম সেই স্বপ্নে। বিশেষ করে এসএসসি পরীক্ষার পরের তিন মাস খুব আনন্দে কেটেছে এই ভেবে যে, "এই তো আমার সব কষ্টের দিন শেষ হতে চললো। " কিন্তু পরীক্ষার রেজাল্টের দিন যতই ঘনিয়ে আসতে লাগলো তখন মনে হতে লাগলো, "আমি আর বড় হতে চাই না (মানে রেজাল্টের ভয়ে)। " এভাবে চলে আসলো সেই কাঙ্খিত দিন।

কাউন্টডাউন শুরু হয়ে গেলো। রেজাল্টের দিন ভয়ে স্কুলেই গেলাম না। বুক আমার কাঁপতে লাগলো। রেজাল্ট খারাপ হলে তো চরম একটা মার খেতে হবে বাবার হাতে। এটা ছিল নিশ্চিত।

আর হয়ত কলেজেই ভর্তি করে দিবে না। বাড়ী থেকে বের করে দিবে। আরো অনেক চিন্তা ঘুরছিল তখন মাথার ভিতরে। অবশেষে বেলা একটার দিকে বাবা স্কুলে রেজাল্ট দেখে বাসায় ফিরলেন হাসতে হাসতে। ওনার হাসি দেখে আরো ভয় পেয়ে গিয়েছিলাম।

এটা কি ওনার রাগের হাসি না আনন্দের হাসি? আমার হার্টবিট তখন মিস করার মত অবস্থা। হয়ত কয়েক সেকেন্ড বন্ধও থাকতে পারে। বাবা বললেন, "স্টারমার্ক উইথ ৪ লেটারস। " সেদিন বাবাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। উনিই আমাকে পড়াতেন।

সুতরাং সব ক্রেডিটই তার। গতকাল প্রকাশিত এসএসসির রেজাল্ট দেখে আমার সেইদিনের কথা খুব মনে পড়ছিল। কিছুক্ষণের জন্যও হারিয়ে গিয়েছিলাম সেখানে। কিন্তু, আমি কি আজো বড়ো হতে পেরেছি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।