আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তায় ভারতীয় নিরাপত্তা বাহিনী!

বাংলাদেশ আমার দেশ
বিরোধী দল বলছে,,,,,, "ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তায় সে দেশের বাহিনী আনা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং তা অগ্রহণযোগ্য" "অন্য দেশ থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী আসা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য নয়। " যদিও "যে কোনো বিদেশি মিশনে ওই দেশের সার্বভৌমত্ব থাকে। মিশন প্রাঙ্গণের নিরাপত্তা দেখার দায়িত্ব তাদের। "মিশন প্রাঙ্গণে তারা নিজেরা নিরাপত্তার ব্যবস্থা করতে পারে যদি না সংশ্লিষ্ট দেশের আইনে কোনো বাধা না থাকে।

" '*সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তার জন্য ৫০ জনের বিশেষ নিরাপত্তা বিশেষজ্ঞ দল আসছে। "কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ভিয়েনা কনভেনশন ১৯৬১ এর ২২ অনুচ্ছেদ অনুযায়ী, কূটনৈতিক মিশন এবং তার ভবন ও অঙ্গনসমূহ যেকোনো প্রকার অনুপ্রবেশ থেকে সংরক্ষিত এবং মিশনসমূহ স্বাগতিক রাষ্ট্রের আইনি এখতিয়ার বহির্ভূত। এছাড়া কূটনৈতিক প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য কার্যক্রম গ্রহণে মিশনসমূহ নিজস্ব এখতিয়ার প্রয়োগ করতে পারে। " **অতএব আন্তর্জাতিক ভাবে স্বিকৃত যে, নিরাপত্তার সার্থে পৃথিবীর অনেক দেশই সে দেশের দূতাবাসের নিরাপত্তায় সে দেশের বাহিনী আনতে পারে। *** যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের নিরাপত্তার স্বার্থে পৃথিবীর প্রায় অনেক তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে থাকে।

*** উল্লেখ্য কিছুদিন পূরবে ডেনমার্কের কোপেনহাগেনে অনুষ্ঠিত জলবায়ু সন্মেলনে নিরাপত্তার জন্য যতেষ্ঠ নিরাপত্তা বাহিনী না থাকায় সে দেশের আসে-পাশের দেশ সুইডেন ,নরওয়ে, জার্মানী সহ বিভিন্ন দেশ থকে নিরাপত্তা বাহিনী ধার আনা হয়েছিল।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।