আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিক ও জামাত - মুদ্রার এপিঠ ওপিঠ। মুদ্রার মাঝখানটি হচ্ছে মানুষ, মুসলমান, মধ্যপন্থায় বিশ্বাসী । এটিই হচ্ছে শাহবাগে, অহিংস আন্দোলন !

সত্য যিনি সৃষ্টি করেছেন... আমার জন্য তিনিই যথেষ্ট ! দেখুন ভাই সরল কথা- আমরা ছাগু, ছাগুদের গুরু, ছাগুবন্ধু সহ বাংলাদেশে অবস্থানকারী ৭১-এর সকল যুদ্ধাপরাধীদের বিচার চাই। আর প্রীতম ভাই কালকে যেমন বলেছেন, কোন দলের মুখে সোনার চামচ তুলে দিতে তো এই আন্দোলন নয়। রাজাকার আল বদর-শামস যে দলেই থাকুক তাঁদের সবার বিচার হওয়া উচিত। এখন শুধু রাঘব বোয়ালদের ধরা হয়েছে, পরে অন্য দলের চুনোপুটিগুলাকেও ধরা হবে আশা করি। কোন নাস্তিকের সাথে আমার চাওয়া মিলে গেলে আমি কি করুম ভাই? মুদ্রার এপিঠঃ নাস্তিকদের ব্যপারে আল্লাহ বলছেনঃ “তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না,তারা ঈমান আনবে না।

আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। (বাক্বারা ৬-৭) মুদ্রার ওপিঠঃ ছাগু মিথ্যাবাদীরা বলেঃ ৭১’ হচ্ছে ভারতীয় আগ্রাসন, মুক্তিযুদ্ধ হইসে ইসলামের বিরুদ্ধে, আবার মন্ত্রী হয়ে বলে মুক্তিযোদ্ধারা বাংলার শ্রেষ্ঠ সন্তান, আবার মুক্তিযুদ্ধে নারীদের গনিমতের মাল বলে। সেই সব ছাগুদের ব্যাপারে শুনুন, কোরআন বলছেঃ আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে,আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়।

অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না। তাদের অন্তঃকরণ ব্যধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুতঃ তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুন। (বাক্বারা ৮-১০) লক্ষ করুন শেষের লাইনটি, তাঁদের মিথ্যাচারে দরুন। এরা যা বলে মিথ্যা বলে।

বোল্ড করা লাইনগুলো দেখুন, নাস্তিক ও জামাত এদের সবার জন্য রয়েছে আযাব। সবশেষে বলতে চাই আমরা নাস্তিকও না, জামাতি ছাগুও না। আমরা সাধারন বাংলাদেশি-বাঙালি মুসলমান ! খাই দাই ঘুমাই, বাংলা পরীক্ষার দিন বাংলা পরীক্ষাই দিই ! অন্য পরীক্ষাও দেব ! অপেক্ষায় থাকুন ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.