আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএল মাতালো বাংলার দামাল ছেলেরা

বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই সমাপ্ত হল বিপিএলের দ্বিতীয় আসর। চিটাগাংকে পরাজিত করে ২য় বারের মত চ্যাম্পিয়ন হল ঢাকা গ্ল্যাডিয়েটরস। ক্রিকেট প্রেমীদের কিছু তৃপ্তি দায়ক ঘটনার সাক্ষী করে গেল এই বিপিএল। কিছু সীমাবদ্ধতা বাদ দিলে এবারের বিপিএল সর্বাঙ্গে সফল হয়েছে,এটা বললে আশা করি কেউ আপত্তি করবেন না। পরিসংখ্যানের দিকে তাকালে এ ব্যাপারে আরও নিশ্চিত হতে পারবেন।

এই আসরে রেকর্ড সংখ্যক ৪৪১ টি ছক্কা হয়েছে। ম্যান অফ দ্যা ফাইনাল হয়েছেন চিটাগাংয়ের সেরা ৩ ব্যাটসম্যান শিকারি মুশাররফ হোসেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। ফরড ব্র্যান্ডের FIESTA গাড়িটি জিততে সাকিব পেছনে ফেলেছেন মুশফিক, আজহার, থমাস ও এনামুল হক বিজয়কে। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রংপুর রাইডারসের শামসুর রহমান।

সাকিব আল হাসান ১২ ম্যাচে রান করেছেন ৩২৯ এবং উইকেট পেয়েছেন ১৫ টি। এর চেয়ে ভালো পারফর্মেন্স আর কি হতে পারে! ২০০ এর উপরে রান হয়েছে সব মিলিয়ে ৭টি ম্যাচে । এর মধ্যে চ্যাম্পিয়ন দল ঢাকা গ্ল্যাডিয়েটরস ৪ ম্যাচে ২০০ এর উপর রান করেছে। সর্বোচ্চ ২১৭/৪ স্কোরটিও ঢাকার। এছাড়া ২০০ এর উপরে ১ টি করে ইনিংস রয়েছে রাজশাহী, বরিশাল ও চিটাগাংয়ের।

ব্যাটিংয়ে বাংলাদেশের খেলোয়াড়রা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছেন। ৫ জন সর্বোচ্চ রান সংগ্রহকারীর ৩ জনই বাংলাদেশের। মুশফিক সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। ১৩ ম্যাচে তার রান ৪৪০। শামসুর রহমান তালিকার ৩ নম্বরে আছেন।

৪২১ রান করতে তার লেগেছে ১২ ম্যাচ। পাঁচ নম্বরে থাকা শাহরিয়ার নাফিস করেছেন ১২ ম্যাচে ৩৯৫ রান। এছাড়াও ৩৫০ এর উপরে রান পেয়েছেন আশরাফুল(৩৫৮), এনামুল(৩৫৬)। বোলিংয়ে ভালো করেছেন এনামুল হক জুনিয়র ও মুশাররফ হোসেন। এনামুল হক জুনিয়র ১৫ ম্যাচে ১৮ উইকেট পেয়েছেন।

অপরদিকে ১৭ উইকেট পেতে মুশাররফ হোসেন খেলেছেন ১২ ম্যাচ। এই টুর্নামেন্টে তিনটি শতক হয়েছে। যার মধ্যে ২ টি শতক হাকিয়েছেন শাহরিয়ার নাফিস ও মোহাম্মদ আশরাফুল। আপরটি করেছেন ক্রিস গেইল। টুর্নামেন্টের সেরা ১১৪ রান করে সিলেটকে একাই উড়িয়ে দিয়েছেন ক্রিস গেইল।

শাহরিয়ার নাফিসের ১০২* রানের ইনিংসটি ছিল টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি। মোহাম্মদ আশরাফুলের স্ট্রোক সমৃদ্ধ ১০৩* রানের ইনিংসটি পুরনো দিনের আশরাফুলের কথা মনে করিয়ে দিয়েছিল। এতসব পরিসংখ্যান দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার দেশের বিপিএলের মহিমা প্রচার করা। কোন জঙ্গি রাষ্ট্রের ক্রিকেটার ছাড়াও যে বাংলাদেশ বিপিএলের মত এতবড় একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারে এটা প্রমান করাটা সত্যিই অহংকারের। বিপিএল মহাযজ্ঞ সার্থক হওয়ায় সকলকে শুভেচ্ছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।