আমাদের কথা খুঁজে নিন

   

বৃদ্ধ এবং আমাদের জীবনের মূর্ত প্রতিফলন

tarequeahmed

এক রিক্তহস্ত বৃদ্ধ, জীর্ণ-শীর্ণ পরণের কাপড়ে আড়ালে হলদে বর্ণের রক্তশূণ্য দু'টো চোখ; মলিন থেকে মলিনতর দেহখানি। জটপাকানো দাড়ির কুণ্ডলী, কিলবিল করছে উকুনের দল । মনে হচ্ছে কোনো ঘুনে ধরা কাঠখণ্ড । উস্ক খোস্ক চুলে (যতনের অভাবে) মরচে ধরেছে । দেহের শৈলীতে আর পারিনা ভাব।

মৃত্যুর দিকে অগ্রসরমান লোকটার কাছে আর কি চায় দেহ ? গোফ দাড়ির মধ্যখানে ঝুলেপড়া ঠোট দুটি কিছু বলতে চাচ্ছে, কিছু নয় অনেক..... কিন্তু , বলতে পারছেনা দেহের অতিরিক্ত দুর্বলতা আর সীমাহীন ক্লান্তির কারণে । ক্লান্তিরা তাঁকে নিয়ে যাচ্ছে দুরের অজানা এক দেশে অনেক দুরে যেখান থেকে আর ফিরে আসা যায়না। তবু, আজো ধরে আছে নিজেকে অনেক কষ্টে ! যেন, চোরাবালীর খপ্পরে পড়েছে ; সম্ভব নয় উতরানো তার ঐ ভারসাম্যহীন শরীরটা। তবু, পৃথিবীর মায়াই যেন সব । এখনো কল্পনার পাখায় ভর করে অনেক দুরে ফেলে আসা শৈশবের দুরন্ত সেই নিজেকে খুজে পায়।

দেখতে পায় উচ্ছল ছেলেবেলা। শৈশব ছেড়ে কৈশোর তারপর, আর পারেনা বৃদ্ধ (!) শরীরের অভ্যক্ত বেদনা বাস্তবে নিয়ে আসে নিষ্ঠুর বাস্তবতা। সে ফেলতে পারেনা ; মেনেও নিতে পারেনা। চোখ বুঝলেই স্মৃতিরা ভিড় জমায়। অবশেষে একদিন চলেযায় দুরে বহুদূরে অনেকদূরে।

এ যেন আমাদের জীবনের মূর্ত প্রতিফলন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।