আমাদের কথা খুঁজে নিন

   

বৃদ্ধ লোকটি

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

বৃদ্ধ লোকটি চারিদিকে কত হৈ হুল্লোড় তরুণেরা আছে ছন্দে, হাসির ফোয়ারা ছোটে সব দিক সবুজের মহানন্দে। কিশোর কিশোরী চঞ্চল আজ মেতেছে বিরামহীন, বৃদ্ধ লোকটি ভাবছে সে আর বাঁচবে যে কতদিন। খুশীর সাগরে ভাসে তরংগ, হাসি নতুনের মুখে, স্বপ্ন দেখার দিন যে তাদের, স্বপ্ন দেখছে সুখে। ভবিষ্যতের দিনগুলো নিয়ে তারা দেখছে রঙিন দৃশ্য বৃদ্ধ লোকটি দেখছে একলা তার ফেলে আসা বিশ্ব। রোদ ওঠে রোজ ভোরের বেলায় পূর্ব আকাশ দিয়ে, ছেলে মেয়ে বুক বাঁধে যে অনেক আশার প্রদীপ নিয়ে। নতুনের গান, কত আহবান শোনা যায় চারিদিকে, বৃদ্ধ লোকটি পশ্চিমে চায় সূর্য হয়েছে ফিকে।। মনিরুল হাসান, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।