আমাদের কথা খুঁজে নিন

   

আমি আসবো একদিন====সৈয়দা শাহরিনা রহমান বীথি

সৈয়দা শাহরিনা রহমান বীথি।

তোমাকে দেখতে আসবো আমি কোন একটি সুন্দর দিনে। আমি আসবো রাঙা প্রভাতে তোমার ঘরের জানালার ফাঁক দিয়ে আলোর ঝর্ণাধারা সাজাতে। আমি আসবো তোমার কাছে একদিন সুন্দর সকাল হয়ে। তুমি চোখ মুছতে মুছতে দেখবে ঘাসের ডগায় ঝলমলে শিশিরের সাথে মিশে আছি আমি, গত সারারাতে।

আমি সারাদিন দেখবো তোমার সুন্দরকে। আমি থাকবো পূর্ণাঙ্গ একদিন তোমায় নিয়ে ভাবনাহীন। আমি আসবো কোন এক চঞ্চল দুপুরে দক্ষিনা বাতাস হয়ে। সুর তোলে নূপুরের ঝরাপাতা হয়ে ঝড়বো তোমার বাড়ির উঠোনে। ঘুমন্ত দুপুরে ঘুমন্ত রবে সব, পাখি হয়ে আমি শুধু করে যাবো কলরব।

সুন্দর একটি দিনের কবিতা হয়ে আমি আসবো তোমার মনে। আকাশের নীল হয়ে পড়বো তোমার চোখে। স্বর্ণালী সন্ধ্যায় আসবো আলো-আঁধারের মতো তোমার ঘরে। আমি দেখবো তোমার কর্মহীন, কিংবা ব্যস্তদিন। একেবারে সারাদিন।

আমি আসবো চাঁদনীরাতের জোৎস্না হয়ে। আমি আসবো তোমার মনে, ভালোবাসার দোয়ারে বিলাসী প্রার্থনা হয়ে। আমি দেখবো তোমার ঘুমন্ত রাত, চোখে আমায় নিয়ে স্বপ্নের মায়াজ্বাল। আমি আসবো শিশিরে ভেজা সকালে, ঝলমল দুপুরে, মায়াবী সন্ধ্যায়, তারা ভরা রাতে। আমি আসবো কারনে, অকারনে, প্রকাশ্যে কিংবা গোপনে তোমার কল্পনায়, অথবা স্বপনে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।