আমাদের কথা খুঁজে নিন

   

‍বিজয় দিবশ মানে ব্যবসায়ীক ফায়দা আর আত্ব-প্রচার ছাড়া আর কি ???

http://www.facebook.com/samimsikder

অনেক বছর থেকে আমরা দেখে আসছি বিজয় দিবশের দিন লাইভ কনর্সাট হয়.আজও পেপার খুলে দেখলাম অনেক কনর্সাট দেশের বিভিন্ন স্থানে. এই কনসআর্ট আয়োজন করে আমার দেশের কি মুক্তিযোদ্ধাদের কি লাভ হচ্ছে?? এই কনর্সাট আয়োজন করে আয়োজকরা তাদের পকেট ভর্তি করছে.আর গায়ক দল প্রথমে দু একটি তাদের লেখা দেশের গান পরিবেশন করে তার পর শুরু করে অন্যান্য গান যা মুলত র্দশকদের কাছে নিজেদের গান এর প্রচার করে থাকে আর এর থেকে ফায়দা লুটে তারা. এর এই অনুষ্টান েথকে যে অর্থ আয় হয় তা আয়োজকরা ভাগ করে নেয়.তারা এই বিজয় দিবশকেও ব্যবসায়িক কাজে লাগায়. কেন তারা পারেনা উক্ত আয়োজন থেকে প্রাপ্ত অর্থ মুক্তিযোদ্ধা পরিবারকে দান করতে ? কথায় কথায় দেশের স্বাধিনতার কথা তুলে ফেনা তুলে ফেলেন.আর আমার দেশের মুক্তিযোদ্ধার আর তাদের সন্তানেরা রিক্সাচালায়,অনাহারে মারা যায়,বিনা-চিকিৰসায় কস্ট পায়,এগুলো দেখার কি কেউ নাই . আহ্ আরও আছে আমাদের নব্য নেতা-নেত্রীরা বিভিন্ন অনুষ্টান করে মাইক বাজিয়ে কাগজ পেপার ফেস্টুন ব্যবহার করে প্রচুর অর্থ ব্যয় করে বা অপব্যয় করে. এতে কি লাভ হয় ?কার লাভ হয় শুধু নেতা-নেত্রীদের আত্ব প্রচার ছাড়া আর কিছুই না. সব বন্ধু বান্ধব মিলে এক সাথে আড্ডা মারা.গল্প গুজব করার এই বিজয় দিবশ. হে মহান স্বাধীনতা কামী মুক্তিযোদ্ধারা আমরা লজ্জিত.....তোমাদের কাছে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.