আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭১ সালের যুদ্ধপরাধীরা (এদের সুন্দর একটা নাম আছেঃ রাজাকার)

God's rules for traveling the road of life: STOP at least once a day, LOOK for the beauty around you, LISTEN to what your heart is saying.
১৯৭১ সালের যুদ্ধপরাধীরা (এদের সুন্দর একটা নাম আছেঃ রাজাকার) রাজাকার হচ্ছে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক গঠিত একটি আধাসামরিক বাহিনী। এটি অখন্ড পাকিস্তানপন্থী বাঙালী এবং উর্দুভাষী অবাঙালী অভিবাসীদের নিয়ে গঠিত হয়। অবরুদ্ধ বাংলাদেশে স্বাধীনতার জন্যে লড়াইরত মুক্তিবাহিনীকে প্রতিরোধ করার জন্য ১৯৭১ সালের মে মাসে খুলনায় প্রথম রাজাকার বাহিনী গঠিত হয়। ১৯৭১ সালের যুদ্ধপরাধীরা (রাজাকার) সবসময় মিটিমিটি হাসে আর মনে মনে বলে...৭১ এ ছিলাম রাজার মত, এখনও আছি রাজার মত,তোমরা কিছুই করতে পার নাই,ভবিষ্যতে ও পারবে না। কথা সত্য, যুদ্ধপরাধীদের বিচারের নামে যেটা শুরু হয়েছে, সেটা এতো লম্বা একটা ব্যাপার....দেখা যাবে এদের অধিকাংশই মারা যাবে, কিংবা ৯০/৯৫ বছর বয়স হয়ে যাবে।

সবচেয়ে ভয়ংকর ব্যাপার হচ্ছে...এরা মোটামুটি ভাবে প্রমান করে ফেলেছে, দেশে যুদ্ধপরাধীরা বলে কেউ নাই। তবে ওরা যে ভাবছে, আমরা কিছুই করতে পারি নাই, এটা ঠিক না। আমরা ওদের কু কাজের কথা স্মরন করে একটা সুন্দর(!) গালি ব্যাবহার করিঃ রাজাকার । অবশ্য ওরা ভাবতেই পারে, আমরা তো আসলে ই রাজাকার (রাজার ন্যায় আকার)। যাই হোক, আমার ধারনা, ডিসেম্বর মাসটা ওদের ও বিজয়ের মাস।

এই মাসে ই তো ওরা.......... মা-বোনের উপরে করেছে যারা অনাচার, তাদের সাজা হওয়ার আজ বড়ই প্রয়োজন। আসুন সবাই শপথ করি, রাখি হাতে হাত সম্মিলিত ভাবে বলি রাজাকার যাক নিপাত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।