আমাদের কথা খুঁজে নিন

   

মুশফিকদের আশ্বস্ত করল শেখ জামাল

লটারি পদ্ধতির দলবদলে কাগজে কলমে সবার সেরা দল গড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাব। দলে ভিড়িয়েছে মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক রাজ, জুনায়েদ সিদ্দিকী, ইলিয়াস সানি, জহুরুল ইসলাম অমিদের মতো তারকা ক্রিকেটারদের। এছাড়া বিদেশি কোটায় ভেড়াতে চাচ্ছে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে। এছাড়া জিম্বাবুয়ের এল্টন চিগুম্বুরা, চার্লস কভেন্ট্রিকেও ভিড়িয়েছে দলে। এবারের মৌসুমে শিরোপা লড়াইয়ের এক নম্বর প্রতিদ্বন্দ্বী দল শেখ জামাল। গতকাল ২০১২-১৩ মৌসুমের ক্রিকেটারদের পরিচিতি সভা ছিল ক্লাব প্রাঙ্গণে। সেখানে ক্লাব সভাপতি মেজর অব. মঞ্জুর কাদের এবং অধিনায়ক মুশফিকুর রহিম সতীর্থদের আশ্বস্ত করেছেন অর্থ প্রাপ্তির বিষয়ে। আসন্ন মৌসুমে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করা হবে তিন কিস্তিতে। প্রথমে ৪০ শতাংশ, পরে ৩০ ও ৩০ শতাংশ করে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.