আমাদের কথা খুঁজে নিন

   

ও শাওন এলো রে......

কিছু নেই লেখার

আজ সূর্যোদয়ের সাথে সাথে শুরু হবে শ্রাবন মাস। শ্রাবনের বৃষ্টিতে ধুয়ে যাবে সব নোংরা আবর্জনা, কারো দেহের, কারো মনের আর কারো বা দুটোই। এই বর্ষায়_এই শ্রাবনের ধারা আমাদের চোখের জল লুকাতে নয় বরং আনন্দের বর্ষন হিসেবে বর্ষিত হোক... আমার এখানে একটু আগেই বৃষ্টি হল। বারান্দায় দাঁড়িয়ে রবি ঠাকুরের মত বলতে ইচ্ছে হচ্ছিল: "রজনী শাওন ঘন ঘন দেয়া গরজন রিমিঝিমি শব্দে বরিষে।" সবার জীবনে শুধু শ্রাবন নয়, বারো মাস-ই ভালো কাটুক। এই কামনায়, শুভ শ্রাবন সবাইকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।