আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে তৈরী করবেন বিনোদন ব্লগ?

এডিট করুন

আপনি কি ব্লগিং করতে করতে ক্লান্ত? আপনার কি কিছু বিনোদন দরকার? আপনার গায়ের চামড়া কি গন্ডারের মত মজবুত? আপনি কি ফেসবুক পাপী? আপনি কি চান আত্মনিয়ন্ত্রিত বিনোদন তৈরী করতে? যদি উপরোক্ত পাচটি প্রশ্নের অন্তত তিনটির উত্তর হ্যা হয় তাবে আপনাকেই খুজছে সামু ব্লগ। প্রথমে যে কোন নামে একটা ব্লগ খুলুন। খেয়াল রাখুন যেন নামটি অন্যান্য সাধারণ দশটি ব্লগীয় নামের মতনই হয়। এরপর ফেসবুক থেকে কারো ছবি মেরে দিন। আপনার যদি ফেসবুকে হাজারখানেক বন্ধু সমৃদ্ধ কোন ভূয়া মহিলা একাউন্ট থাকে তাহলে এক্ষেত্রে কোন সমস্যা হবার কথা নয়।

ফেসবুকে সুবিধা করতে না পারলে গুগল আপনার সেবায় সদা নিবেদিত। বাংলাদেশ, বাংলা, বাংলাদেশী ম্যান ইত্যকার হাবিজাবি ( শুধু বাংলাদেশ অথবা বাংলা লেখা থাকলেই চলবে ) লিখে সার্চ দিন। বাংলা অথবা বাংলাদেশ লেখার বদলে ইন্ডিয়ান লিখে সার্চ দিলেও চলবে তবে অধিক বিশ্বাসযোগ্য ছবির জন্য বাংলা বা বাংলাদেশ লেখাই শ্রেয়। ব্যাস হয়ে গেল আপনার একটি আদর্শ ব্লগীয় একাউন্ট। প্রোফাইলে হাবিজাবি কিছু লিখুন।

ব্লগীয় শিরোনামে একটু ন্যাকা টাইপ কিছু লিখুন। এইবার কিছুদিন হাবিজাবি পোষ্টান। যেমন ধরুন ভুতের গলিতে একরাত, খুব ভাল কবিতা, টং দোকানে এক ঘন্টা, শিমুলতলীতে অসামাজিক কর্মকান্ড ইত্যাদি ইত্যাদি। কি লিখলেন সেটা বড় কথা নয় বরং শিরোনামটার সাথে লেখাটা চললেই হল। ভাল কবিতারর জন্য শিব্রামীয় পদ্ধতি অবলম্বন করতে পারেন।

হাতের কাছে যাই পান, বাদামের ঠোঙ্গা, পুরোনো ম্যাগাজিনের একটা পৃষ্ঠা বাংলা পত্রিকা, মোদ্দাকথা প্রমান সাইজের একটা বাংলা ভাষায় ছাপা কাগজ হলেই হল। প্রথমে কাগজটা ছিড়ে টুকরা টুকরা করুন। বেশী ছোট করবেন না, অন্তত শব্দগুলো যাতে পড়া যায় সেরকম ছোট টুকরা করবেন। এরপর টুকরাগুলো হাতের তালুতে নিয়ে ঘুটা দিন এবং টাকা উড়ানোর মত করে উড়িয়ে দিন। এরপর নির্বিচারে কাগজের টুকরাগুলো কয়েকটা লাইনে সাজান।

প্রতি টুকরা শব্দগুলো ক্রম ঠিক রেখে শুধু তাদের মধ্যকার সম্পর্ক ( কি যেন বলে এটাকে ভুলে গেছি ) ঠিক রেখে টাইপ করে দিন। হয়ে গেল আধুনিক ভাল কবিতা। এইভাবে পোষ্টাতে থাকুন যতদিন পর্যন্ত না সেফ হন। অন্যের পোষ্টে কমেন্ট করা থেকে বিরত থাকুন যথাসম্ভব। মনে রাখবেন আপনার মূল উদ্যেশ্য হল সেফ হওয়া।

সেফ হয়ে গেছেন? আপনার কাজ অর্ধেক শেষ। এবার কোন একজন ব্লগারকে ঠিক করুন। অথবা সমগ্র ব্লগ গোষ্ঠীকে ঠিক করতে পারেন। তারপর সেই ব্লগারের অথবা পুরো ব্লগগোষ্ঠীর কোন খুত বের করুন। অবশ্যই এবং অতি অবশ্যই মনে রাখবেন খুতটি যেন আবালীয় হয়।

এইবার বিভিন্ন আবালীয় যুক্তি দিয়ে আপনার সেই খুজে বের করা আবালীয় খুতটি নিয়ে একটি আবালীয় পোষ্ট দিন। বিভিন্ন ব্লগারের নাম উল্লেখ করুন সেই পোষ্টে। না হলে খেলা জমবে না। মনে রাখবেন ব্যাক্তি আক্রমণই আপনার আবালীয় পোষ্টের অন্যতম ভিত্তি। ব্যাস আপনার কাজ প্রায় শেষ।

এবার ব্লগাররা আপনাকে ুন্দানী শুরু করবেন। তাদের বিভিন্ন কমেন্টের জবাবে আবালীয় জবাব দিন। যত আবাল হবেন তত ুন্দানী খাবেন আর আপনার বিনোদন তত বাড়বে। এক একটি মাইনাস আপনাকে স্বর্গসুখ এনে দেবে। ব্লগারাও লাভ করবেন নির্মলানন্দ।

ক্ষমাপ্রার্থী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.