আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী বাংলা সিনেমার দর্শকদের জন্য কিছু প্রশ্ন

আমি আমার পৃথিবীর রাজা

আমরা কম বেশী সবাই বাংলা ছবি দেখি। উত্তম-সূচিত্রা থেকে শুরু করে বর্তমান মনপুরা বা থার্ডপারসন পর্যন্ত। কেউ কেউ তারো বেশী। আর তাই তাদের জন্য কিছু প্রশ্ন রেখেছিলেন ব্লগার এ.জে. মিন্টু। আমি মনে করি আরো কিছু প্রশ্নের উত্তর জানা দরকার।

আর তাই নিচের প্রশ্নগুলু একটু ভাবুন। ভেবে উত্তর দিন। ০১. আপনি কি ধরনের ছবি দেখতে চান? ০২. সিনেমা হলের পরিবেশ ক্যামন দেখতে চান? ০৩. সিনেমার বিষয় বা নির্মাণ আরো উন্নত হতে হলে কি প্রয়োজন? ০৪. কেন নিয়মিত সিনেমা হলে যাচ্ছেন না? ০৫. ভাল ছবি কি হলে গিয়ে দেখেন? না দেখলে কেন? এবার আমার পক্ষ থেকে শুরু করি। ০১. আমি সব সময়ই সামাজিক এবং চিন্তাশীল ছবি দেখতে চাই। ০২. সিনেমাহলের পরিবেশ চাই এক কথায় ভালো।

যেখানে আমি আমার পরিবারের লোকজন নিয়ে ছবি দেখতে পারি। ০৩. প্রথমত মেধাবী নির্মাতা। ভালো গল্প এবং উন্নত প্রযুক্তি। ০৪. ভাল সিনেমা নাই এবং ভালো পরিবেশ নাই। ০৫.হ্যা দেখি।

আমরা কম বেশী সবাই বাংলা ছবি দেখি। উত্তম-সূচিত্রা থেকে শুরু করে বর্তমান মনপুরা বা থার্ডপারসন পর্যন্ত। কেউ কেউ তারো বেশী। আর তাই তাদের জন্য কিছু প্রশ্ন রেখেছিলেন ব্লগার এ.জে. মিন্টু। আমি মনে করি আরো কিছু প্রশ্নের উত্তর জানা দরকার।

আর তাই নিচের প্রশ্নগুলু একটু ভাবুন। ভেবে উত্তর দিন। ০১. আপনি কি ধরনের ছবি দেখতে চান? ০২. সিনেমা হলের পরিবেশ ক্যামন দেখতে চান? ০৩. সিনেমার বিষয় বা নির্মাণ আরো উন্নত হতে হলে কি প্রয়োজন? ০৪. কেন নিয়মিত সিনেমা হলে যাচ্ছেন না? ০৫. ভাল ছবি কি হলে গিয়ে দেখেন? না দেখলে কেন? এবার আমার পক্ষ থেকে শুরু করি। ০১. আমি সব সময়ই সামাজিক এবং চিন্তাশীল ছবি দেখতে চাই। ০২. সিনেমাহলের পরিবেশ চাই এক কথায় ভালো।

যেখানে আমি আমার পরিবারের লোকজন নিয়ে ছবি দেখতে পারি। ০৩. প্রথমত মেধাবী নির্মাতা। ভালো গল্প এবং উন্নত প্রযুক্তি। ০৪. ভাল সিনেমা নাই এবং ভালো পরিবেশ নাই। ০৫.হ্যা দেখি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.